ধ্রুপদী প্রেমঃ সৃষ্টির উৎসমূলে প্রেম। তাই সৃষ্টির সঙ্গে প্রেমের এক নিবিড় সম্পর্ক। প্রেম শ্বাশত, চিরন্তন। এই প্রেমের অমোঘ বন্ধনে জড়িয়ে আছে সমগ্র সৃষ্টিকূল, বিশ্বজগৎ। কবি প্রেমিক হবেন এটি স্বাভাবিক। সাহিত্য নির্মাণের নানান উপাদান ও বিষয়ের মধ্যে প্রেম অন্যতম একটি উপাদান। অনিবার্য এই প্রেমকে উপজীব্য করেই এই সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল, সুনির্মল, বিশুদ্ধ, তারুণ্যের কবি সাঈদ তপু'র 'ধ্রুপদী প্রেম' কাব্যগ্রন্থটির উপাখ্যান নির্মিত। অসাধারণ নির্মাণশৈলী ও নান্দনিক কাব্য রসায়ন-সময়ের উল্লেখযোগ্য 'প্রেমের কবিতার বই' হিসেবে এটি বিবেচিত হবে বলে আমার বিশ্বাস। জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রেম-বিরহের নানান অভিঘাত থেকে কবি তুলে এনেছেন গল্পের নির্যাস। এবং তা শৈল্পিক বোধের হাতুড়ি দিয়ে পিটিয়ে গেঁথেছেন কবিতার শব্দমালা। কাব্য নির্মাণের ক্ষেত্রে কখনো কবি স্বীয় জীবনের কাছে আশ্রয় নিয়েছেন, কখনো অন্যের উপলব্ধি হৃদয়ে ধারণ করেছেন। আর এভাবেই ছন্দ-মাধুর্যময়, ক্ল্যাসিক ধারার তিলোত্তমা কবি সাঈদ তপু রচনা করেন 'ধ্রুপদী প্রেম'। বইয়ের প্রত্যেকটি কবিতা ভিন্ন স্বাদের, যা পাঠককে তার মৌলিক জীবনের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।