ফ্ল্যাপে লিখা কথা গী দ্য মোপাঁসা(১৮৫০- ১৮৯৩) বিশাল ও বিচিত্র ফরাসি সাহিত্যের মধ্যে ঊনবিংশ শতাব্দীর দু’জন লেখক অনুবাদের মাধ্যমে সারা বিশ্বের বিস্ময়, প্রীতি ও অভিনন্দন লাভ করেছেন। তাঁরা হলেন ভিক্টর হুগো (১৮০২-১৮৮৫) এবং গী দ্য মোপাঁসা (১৮৫০-১৮৮৫) । মোপাঁসার জীবন কথা বিচিত্র কিন্তু বিশাল নয়। আনন্দদ্বেগ হলেও বিষন্নতা ও নৈরাশ্যের কুহেকিায় আচ্ছন্ন । মানসিক সংবেদের দিক থেকে তিনি অতিশয় হৃদ্য ও বলিষ্ঠ, যা অনেক সময় বেপরোয়া ধৃষ্টতা বলেই মনে হবে। আবার অপর দিতে তিনি মনের সুস্থতা ও ভারসম্য হারিয়ে বেশ কিছু দিন পাগলাগারদে অবস্থান করেছিলেন। এই ভাবে বিপরীতে , বিষমে , কান্না-হাসিতে তার সমগ্র চেতনা আবিষ্ট। মোপাঁসার গল্পে রস কখনও পানক রসের মেতা স্বাদু স্নিগ্ধ; কখনও তা উত্তেজন গৌড়ী সুরা । কখনও কটু-তিক্ত ,কথায় কখনও সুমিষ্ট মোদকখন্ড, কখনও তিনি চঞ্ল কৌতুকপ্রবণ; নারী দেহের অকারণ অনাবৃত বর্ণনায় উল্লেসিত, কখনও নিরুৎসুক, বিষন্ন ,আত্ননীল, জীবনের অনিবার্য অন্তিম নিয়তির দিকে নিবদ্ধ দৃষ্টি। মোপাঁসা প্রথমত ছিলেন শিল্পী এবং শেষরতও তাই। সূচিপত্র *প্রকৃত প্রণয় *অচেনা আবেগ *কামিনী কোকিল *বিরন বিরহী *গদ্যের গহনা *সমুদ্র সফেন *বিভ্রান্ত বিপাশা *কাহিনী কোকোতী *সূর্যের সন্তান *প্রকৃত প্রেমিক *অশান্ত আকাশ *মরমা মণীষা *অচেনা অর্কিড *সুবর্ণা সেঁজুতি *গল্পের গোলাপ *মাটির মোহর *বিশ্বস্ত বান্ধবী *মায়াবী মৌতাত *নারীর নিসর্গ *দুঃখের দহন *নারীর নারীত্ব *প্রেমিক প্রেমিকা *বিব্রত বসন্ত *নারীর নৃতত্ত্ব *জিয়ল জীবন *শিল্পীর শহর
১৯৬৪ সালের ১৪ এপ্রিল দেবিদ্বার উপজেলার বারেরা গ্রামের বনেদী কাজি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্কুল, কলেজ এবং বিশ^বিদ্যালয়ে কৃতিমান ছাত্র ছিলেন এবং প্রথম শ্রেণীর সাথে অনার্সসহ এম.এ. ডিগ্রি এবং পরবর্তীতে বিশ^ভারতী বিশ^বিদ্যালয় থেকে রবীন্দ্রনাথের জীবনদর্শনের ওপর উচ্চতর গবেষণা সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসুর) সাবেক সাহিত্য সম্পাদক, সিনেট সদস্য, নন্দন পত্রিকার সম্পাদক এবং পরবর্তীতে দেশ বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা, আমন্ত্রিত বক্তা, গবেষণা ও বিশেষজ্ঞতার ভূমিকায় সংযুক্ত ছিলেন। গল্প, উপন্যাস, অনুবাদ এবং প্রবন্ধ-গবেষণা, সাহিত্যতত্ত্ব, দর্শন, সংগীত, সংস্কৃতি, রাজনীতি, সমকালীন ঘটনার ঘাত-প্রতিঘাত প্রতিক্ষেত্রেই জুলফিকার নিউটনের সংবিৎ সক্রিয় ও সুপ্রকাশ। তাঁর গল্প-উপন্যাস যেমন প্রীতিপদ, অনুবাদ সাহিত্য যেমন সুখপ্রদ, প্রবন্ধ ও গবেষণা তেমনই কোন না কোন দিক থেকে চমকপ্রদ। সব সময়ই তাঁর আলোচনায় থাকে চিন্তাকে উসকে দেবার মত অজস্র উপাদান, নতুনতর দৃষ্টি কোন বিচারে উদ্বুদ্ধ করার মত ক্ষুরধার বিশ্লেষণ। জাতীয় ও আন্তজার্তিক ভিত্তিতে সাহিত্যে মৌলিক গবেষণা অনুবাদ ও জীবনবাদী সাহিত্য ও শিল্পকর্মের জন্য আনন্দমেলা, বাংলাদেশ সাহিত্য পরিষদ, রংধনু স্বর্ণপদক, রূপসী-বাংলা স্বর্ণপদক, বিদ্যাসাগর পুরস্কার, গান্ধী গবেষণা পুরস্কার, বঙ্গবন্ধু একাডেমী, রবীন্দ্র পুরস্কার, নজরুল একাডেমী, সুভাষচন্দ্র পদক এবং কবীর চৌধুরী সাহিত্য পুরস্কার অর্জন করেছেন।