ফ্ল্যাপে লিখা কথা বিদেশী ভাষার ছোট গল্প ও ফিকশন সবসময় পাঠকদের আকর্ষন করে। গল্পপ্রিয় পাঠকদের জন্য এই প্রয়াস।
উপমহাদেশের প্রখ্যাত লেখকদের চমকপ্রদ গল্পগুলোর অনুপম সৌর্ন্দয্য পাঠকদের কাছে উপস্থাপনের ইচ্ছে বহু দিনের। অনুবাদে লেখকের মূল বাক্য বিন্যাসের দিকে গুরুত্ব দেয়া হয়েছে। যাতে পাঠক সহজে লেখকের মূল উপস্থাপনার কৌশল হৃদয়ঙ্গম করেন ও স্বাদ পেতে পারেন।
নানা স্বদের চমকপ্রদ এই সব গল্প পাঠকদের আকৃষ্ঠ করবে এই আমার বিশ্বাস। নানা কারণে বইয়ের কলেবর ছোট করা হলো, পাঠকদের সাড়া পেলে সহসা দ্বিতীয় খণ্ড প্রকাশ করা হবে।
আমার ছেলে আহসানুর রশীদ সাদী সম্পূর্ণ পান্ডুলিপি টাইপ করেছে এবং স্ত্রী ইসরাত জাহান ও ছোট ছেলে আইমানুর রশীদ জামী প্রুফ দেখেছে। জনাব মোঃ আমিনুর রহমান অামিন প্রকাশনার এবং জনাব কামরুল ইসলাম গোলাপ প্রচ্ছদের কাজ করেছেন। সবাইকে জানাই ধন্যবাদ।
মােঃ বজলুর রশীদ ১৯৫৪ সনের ২৮ ফেব্রুয়ারী বান্দরবান জেলায় সম্ভান্ত রশীদ পরিবারে জন্মগ্রহন। করেন। ছােটবেলার পাঠ শেষে তিনি বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয় ও পরে রাঙ্গামাটি সরকারী ইংলিশ হাইস্কুলে লেখাপড়া করে কৃতিত্ত্বের সাথে এস এস সি পাশ করেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে তিনি ১৯৮৩ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যােগদান করেন। উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি টেকনাফ, আনােয়ারা, হবিগঞ্জ, চট্রগ্রাম, ফেনী, ছাগলনাইয়া, রাউজান, রাঙ্গামাটি, জুরাছড়ি, খাগড়াছড়ি, মহালছড়ি, কক্সবাজার, পটুয়াখালীতে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপ-সচিব হিসেবে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে, বিশেষত জনপ্রশাসন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সরকারের একজন যুগ্ম সচিব হিসেবে পিআরএল ভােগ করছেন। তিনি দেশে বিদেশে বহু ইন সার্ভিস প্রশিক্ষণ গ্রহন করেছেন এবং বিভিন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিথি বক্তা হিসেবে পাঠ দান। করছেন। ছাত্রজীবনে বিভিন্ন নামী পত্র-পত্রিকা ও সাময়িকীতে লিখেছেন। চাকুরী জীবনেও গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশনের কাজ করেছেন। বর্তমানে তিনি কোরিয়ান এ্যালুমনাই এসােসিয়েশনের পক্ষে ইংরেজী ত্রৈমাসিক নিউজ লেটার সম্পাদনা করেন। ইতিমধ্যে তাঁর আটটি বই প্রকাশিত হয়েছে। আরাে একটি প্রকাশের অপেক্ষায়। দরিদ্র জনপদের উন্নয়নের উপর কিছু লেখা আন্তর্জাতিক মাধ্যমে প্রচারিত হয়েছে। তিনি বাংলা একাডেমীসহ কয়েকটি সাহিত্য-সাংস্কৃতি-সেবা সংগঠনের জীবন সদস্য।