বর্তমান সময়ে গবেষণার প্রতি নবীন প্রবীণ সকলের একটা বিশেষ আর্কষণ রয়েছে। গবেষণার গুরুত্ব বৃদ্ধির এই দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিটি বিষয়ের স্নাতক স্নাতকোত্তর শ্রেণিতে গবেষণা পদ্ধতি কোর্সটি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে এমফিল ও পিএইচডি পর্যায়ের গবেষণা। আমি যখন এমফিল কোর্সে ভর্তি হয়ে গবেষণা পদ্ধতি বিষয়ে পড়তে শুরু করি তখন এই পর্যায়ে অনেক ইংরেজি বই হাতের কাছে পাই কিন্তু বাংলা বই তেমন পাওয়া যায়নি যেখানে সামাজিক গবেষণার বিষয়গুলো একত্রে এবং সংক্ষেপে পেতে পারি। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নবীন গবেষকদের কথা বিবেচনায় রেখে এবং নিজের গবেষণাকর্ম সুন্দরভাবে সম্পন্ন করতে সামাজিক গবেষণা পদ্ধতির প্রয়োজনীয় বিষয়গুলো একত্রিত করার চেষ্টা করি, যা বিভিন্ন বইয়ে ছড়ানো ছিলো। তারই লিখিত রুপ হলো ‘সামাজিক গবেষণা পদ্ধতির সহজপাঠ’ বইটি। মূলত একজন এমফিল বা পিএইচডি গবেষক হিসাবে সামাজিক গবেষণার জন্য যে বিষয়গুলো জানা দরকার তা একত্রে এবং সহজ ভাষায় পাওয়া জন্যই এই বইটি লেখার চেষ্টা। আশাকরি এই বইয়ের সাহায্যে একজন নবীন গবেষক সামাজিক বিজ্ঞান গবেষণার জন্য প্রয়োজনীয় তত্ত্ব ও পদ্ধতিগত বিষয়গুলো সম্পর্কে সহজে একটি সামগ্রিক ধারণা নিতে সক্ষম হবে।
শিক্ষক, লেখক এবং গবেষক মোঃ হেলাল উদ্দিনের জন্ম ১৯৯০ সালের ১লা জানুয়ারি বরিশাল জেলার বাকেরগঞ্জে। পিতা- মোঃ আইউব আলী, মাতা- ফিরোজা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে ৩৩তম বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে কর্মরত আছেন। বর্তমানে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট এর গবেষণা ফেলো। বিভিন্ন জার্নালে তার একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং পত্রপত্রিকায় বিভিন্ন বিষয়ে লিখে থাকেন। 'বঙ্গবন্ধু পাঠ' প্রথম প্রকাশিত গ্রন্থ, তবে আরও কয়েকটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে। স্ত্রী সাইয়েদাতুন নেছা (প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) এবং এক সন্তান আহনাফ তাজওয়ার-কে তিনি তার পারিবারিক জীবন।