‘পড়ো’ সমকালীন প্রকাশনের অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ। আল্লাহর অশেষ করুণা ও মেহেরবানিতে পাঠকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এ সিরিজটি। আধুনিক মানুষ ইসলাম নিয়ে যেসব দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এবং সেক্যুলার মিডিয়ার ব্যাপক অপপ্রচারের কারণে ইসলামকে যারা মন থেকে মেনে নিতে পারেন না, তাদের কাছে ইসলামের সঠিক ভাবমূর্তি তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস—‘পড়ো’। এটি কোনো তাফসির-গ্রন্থ নয়, বরং বর্তমান সময়ের আলোকে প্রসিদ্ধ কিছু তাফসির থেকে উল্লেখযোগ্য এবং প্রাসঙ্গিক আলোচনার একটি সংকলন মাত্র। এখানে কুরআনের বাণীকে অল্প কথায়, সমসাময়িক জীবন থেকে গল্প-উদাহরণ টেনে, সংশ্লিষ্ট বৈজ্ঞানিক আলোচনা-সহ যথাসম্ভব আধুনিক বাংলায় মেলে ধরা হয়েছে পাঠকদের সামনে। এ সিরিজটি পড়ার মধ্য দিয়ে তারা কুরআনের সাথে তাদের জীবনকে মেলাতে পারবেন, ইনশা আল্লাহ। এ সিরিজের প্রতিটি বইয়ে কুরআনীয় ব্যাপারে ব্যক্তিগত মতামত দেওয়া থেকে যথাসাধ্য দূরে থাকা হয়েছে। কুরআনের আয়াত-সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্যগুলো একাধিক স্বতঃসিদ্ধ তাফসির, বিশ্ববিখ্যাত আলিমদের লেকচার, একাডেমিক জার্নাল থেকে সংগ্রহ করা হয়েছে। আর বৈজ্ঞানিক ও গবেষণামূলক তথ্যগুলো নেওয়া হয়েছে প্রসিদ্ধ সব বই এবং জার্নাল থেকে। ‘পড়ো ৪’ এ সিরিজের চতুর্থ বই। এ সিরিজের প্রথম ৩টি বইয়ের মতো এ বইটিও আপনাদের হৃদয়ে জায়গা করে নেবে, ইনশা আল্লাহ।