শফিকুর রহমান একজন বন্ধুবৎসল ও সৃজনশীল মানুষ। জন্ম ও বেড়ে উঠা সংস্কৃতির শহর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাক‚ট গ্রামে। টুকটাক কবিতাচর্চার অভ্যাস ছোটবেলা থেকে। করোনাকালে ব্যবসাবাণিজ্য প্রায় বন্ধ। ফলে অলসতার কারণে অনলাইন মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে কাব্যচর্চায় আত্মপ্রকাশ। যার ধারাবাহিকতায় বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষীদের উৎসাহে কবিতাগুলো বই আকারে প্রকাশের উদ্যোগ। দৈনন্দিন চলার ক্ষেত্রে তৃতীয় নয়নে যা দেখেছেন, উপলব্ধি করেছেন, চেষ্টা করেছেন মনের সেই অনুভ‚তিগুলো কবিতা আকারে অনলাইন মিডিয়া ফেসবুকে লেখার। তাই বইটির নামকরণ ‘তৃতীয় নয়ন’। কবি শফিকুর রহমান রংধনু প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। ব্যবসাবাণিজ্যের পাশাপাশি তিনি লেখালেখি, শিক্ষা, সমাজসেবা, খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাÐে জড়িত। ব্যক্তিগত জীবনে মেয়ে তাসরিফা রহমান, ছেলে তাইফুর রহমান ও স্ত্রী কেয়া চৌধুরীকে নিয়েই তাঁর আপন ভুবন। কবিতাচর্চায় ইতিবাচক স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় কবি ও সাহিত্য সংসদ, শুভসন্ধ্যা সাহিত্য পরিষদ ও আন্তর্জাতিক আধ্যাত্মিক সাহিত্য পরিষদ কর্তৃক সম্মাননা পদকসহ আরো বহু পদক লাভ করেন। শিক্ষানুরাগী হিসেবে নবীনগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাক‚ট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পর পর দু’বার ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। রাজধানী ঢাকার কাকরাইল, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে পর পর দু’বার সদস্য নির্বাচিত হন।