মহানবী (সা) বলেন, ‘সন্তানের জন্য পিতার পক্ষ থেকে ভালো আদব-শিষ্টাচার শিক্ষা দান অপেক্ষা উত্তম কোন উপহার নেই’ (তিরমিযী)। সন্তানকে ফুলের সাথে তুলনা করা যায়। ফুলের মন মাতানো সৌন্দর্য ও হৃদয়গ্রাহী সুবাসের প্রতি আকর্ষণ চিরন্তন। ফুল মৌমাছির ভীড় ও সুস্বাদু মধু আহরণের উৎস। সন্তান ভালোভাবে গড়ে উঠলে ফুলের সৌন্দর্য উপভোগ এবং মধুর স্বাদ-আস্বাদন করা যায়। কিন্তু সন্তান হয় ফুলের মতো সৌরভ বিলায়, না হয় বিভ্রান্তি ও বিপথগামিতার দুর্গন্ধ ছড়ায়। সন্তান গঠনের ক্ষেত্রে আশা ও হতাশার মধ্যে অবস্থানকারীদের জন্য এই বইটি অন্ধকারের অবসান ঘোষণাকারী সোবহে সাদেক। এটা একাধারে এক বিরল কারিকুলাম ও বিজ্ঞোচিত সিলেবাস। এতে শৈশব থেকে তারুণ্যের পর্যায় পর্র্যন্ত সন্তান গঠন পদ্ধতি-প্রক্রিয়া আলোচিত হয়েছে, যেন তারা যৌবনে পদার্পণ করে আল্লাহর উপযুক্ত খলিফা বা প্রতিনিধি হিসেবে ব্যক্তিগত জীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সক্ষম হয়। আরব বিশ্বের বিশিষ্ট চিন্তাবিদ ও গবেষক এবং জেদ্দা’স্থ বাদশাহ আব্দুল আযীয বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ নাসেহ আলওয়ান-এর রচিত ও আরব বিশ্বে বিরাট সাড়া জাগানো ‘তারবিয়াতুল আওলাদি ফিল ইসলাম’ বই অবলম্বনে লিখিত এই বই।