শেখ হাসিনা : অনন্যসাধারণ নেত্রী গ্রন্থটি সম্পূর্ণ ভালোলাগাবোধ থেকে লেখা হয়েছে। এটি কোন গবেষণামূলক গ্রন্থ নয়। এই গ্রন্থ লেখার কাজে শেখ হাসিনার উপর লিখিত বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রবন্ধ, নিউজ এবং ফিচার থেকে সহযোগিতা নেয়া হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুর নির্মম, নিষ্ঠুর হত্যাকাণ্ডের পর সদ্য স্বাধীন বাংলাদেশের জনগণের ভাগ্যে নেমে আসে এক কঠিন দূর্দিন, বাংলাদেশের স্বাধীনতা পড়ে হুমকির মুখে। শেখ হাসিনা তখন জীবনবাজি রেখে এদেশের জনগণ ও স্বাধীনতার কথা চিন্তা করে ১৯৮১ সালের ১৭ মে জীবনের চরম ঝুকি নিয়ে দেশে ফিরে আসেন। হাল ধরেন বঙ্গবন্ধুর প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের। জাতির পিতা বঙ্গবন্ধুর রেখে যাওয়া মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করে একদিকে দলকে সংগঠিত ও শক্তিশালী করা অন্যদিকে ৭৫’র পরবর্তী দেশবিরোধী শক্তিকে মোকাবিলা করে দলকে ক্ষমতায় নিয়ে যাওয়া ছিল এক বিশাল কঠিন চ্যালেঞ্জ। দেশরত্ন শেখ হাসিনা সেই অসাধ্য সাধন করেছেন যা রীতিমতো বিস্ময়কর। শেখ হাসিনা আজ কোনো ব্যক্তি নন তিনি আজ এক অনন্য প্রতিষ্ঠান। আজকে তিনি শুধু দক্ষিণ এশিয়ার নন, বিশ্বনেতার আসনে অসীন। এটা নিশ্চিত করে বলা যায় যে, সেদিন আর বেশি দূরে নয় যে, শেখ হাসিনার উপর গবেষণা করে হাসিনা যুগের বৈশিষ্ট্য, গুরুত্ব, অর্জন, বাস্তবতা ও সফলতা আমাদেরকে অন্বেষণ করতে হবে। আর এর মধ্যে দিয়ে ভাবীকাল মূল্যায়ন করবে শেখ হাসিনার কর্মকালের। আমার ক্ষুদ্র প্রয়াস ও চিন্তার দ্বারা শেখ হাসিনার কষ্টময় ও কর্মময় জীবনের অসামান্য অর্জন ও বাস্তবতার কিছু দিক তুলে ধরার চেষ্টা করেছি। এই গ্রন্থে যদি কোন ধরনের ভুল-ত্রুটি থাকে তার দায়-দায়িত্ব আমার। সেজন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।