'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: তাত্ত্বিক ও ব্যবহারিক' প্রকাশনাটি আমার লেখা তৃতীয় বই। বাংলাদেশের যে কয়েকটি বিশ্ববিদ্যালয় ও ইস্টিটিউটে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা প্রদান করা হচ্ছে, তাদের সব ক'টিতেই 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)' একটি অপরিহার্য কোর্স হিসেবে পাঠদান করা হয়। আধুনিক তথ্য বিস্ফোরণের যুগে দ্রুত তথ্য সেবা নিশ্চিত করার জন্য গ্রন্থাগারসমূহে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অত্যাবশকীয় হয়ে পড়েছে। বর্তমানে একজন তথ্য পেশাজীবীর সফলতা নির্ভর করে যথাযথভাবে আইসিটি প্রয়োগের মাধ্যমে সঠিক সময়ে সঠিক ব্যবহারকারীর কাছে সঠিক তথ্যটি উপস্থাপন করার সামর্থ্যের উপর। এজন্য একজন তথ্য পেশাজীবীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কৌশলসমূহ সঠিকভাবে আয়ত্ত করা প্রয়োজন। এ বইটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক ধারণা থেকে শুরু করে তাত্ত্বিক ও প্রায়োগিক বিভিন্ন কৌশল উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ওয়েব ডিজাইনের ধারণা এবং এইচটিএমএল ও ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কীভাবে ওয়েব সাইট ডেভেলপ করা যায় তা উদাহরণসহ পর্যায়ক্রমে দেখানো হয়েছে। এছাড়া প্রোগ্রামিং ভাষা পরিচিতি এবং সি প্রোগ্রামিং-এর বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রয়োগ উদাহরণসহ তুলে ধরা হয়েছে। এ বইটি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ের পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা, বি.এ. (সম্মান) ও এম.এ. শ্রেণির শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে লেখা হলে ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অন্যান্য বিষয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে বলে আমার বিশ্বাস। এছাড়া তথ্য পেশাজীবী, গবেষক, লেখক ও জ্ঞান পিপাসু পাঠকেরও এটি বিশেষ কাজে লাগবে বলে আমি মনে করি।