কবি-পরিচিতি: ইয়াছিন মোল্লা ১৯৯৭ খ্রিষ্টাব্দে ২০শে ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার ইকড়ি গ্রামে, এক দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. ইউসুফ মোল্লা এবং মাতার নাম মোসা. খাদিজা বেগম। তাঁর পিতা একজন রিকশাচালক। তিনি সাত ভাই-বোনের মধ্যে বড়ো ভাই। সংগ্রামী জীবন নিয়ে গ্রামের দারিদ্র মানুষের দুঃখ-কষ্টের কথা তার কবিতায় ফুটায়ে তুলেছেন। তারি পাশাপাশি পল্লিপ্রেম, সবুজ-গাঁ, দেশ-মাটি ও রূপসী বাংলার অনাবিল প্রতিচ্ছবি তার কবিতায় ফুটে ওঠেছে। যেন এই আধুনিক যুগের আর এক আধুনিক পল্লিকবি। কবিকে বিশেষভাবে আলোচিত করেছে, তাঁর বরিশালের আঞ্চলিক ভাষার কবিতা নিয়ে। সারা বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক কবিতায় কবি বেশ জনপ্রিয়তা পেয়েছেন। তিনি বাংলায় অনার্স শেষ করেছেন পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজ থেকে। তার এ যাবৎ বহু গ্রন্থ রচিত হয়েছে যেমন: মোনাজাত, স্বর্ণলতা, কপিঞ্জলের তৃষা, গামছা ভেজা ঘামে, পোনা নদীর তীরে, পল্লিজননী, প্রণয়িনী, কথনীয়, হঠাৎ ভূমিকম্প, শেষবানী, এই সেই নদী, তুমিই সবার ঊর্ধ্বে, মদিনা, গগন- মোহনের বীরত্ব কাব্য-কবিতায় অমরত্ব ইত্যাদি। আঞ্চলিক কাব্য: বরিশাইল্যা ভাষা কাব্য-কথায় ঠাসা। এটি তার প্রকাশিত প্রথম কাব্য। বাকিগুলো প্রকাশের অপেক্ষায়। এ-ছাড়া অনেক গীতি কবিতা লিখেছেন। কবিকে বিষেশভাবে আলোচিত করেছে "পোনা নদীর তীরে" কাব্যটিতে। এটি একটি কাহিনিকাব্য/প্রেমকাব্য। এটি পাঠ করলে যে-কোনো পাঠকের চোখে জল এসে যায়। বর্তমানে তিনি সংগ্রামী জীবন নিয়ে লেখালেখি করে যাচ্ছেন।