ফ্ল্যাপে লিখা কথা গ্রন্থাগার জগতের ইতিহাস সুদীর্ঘ। গ্রন্থাগার জগতের বিপ্লব সূচিত হয় ইংল্যান্ডে। ১৮৫১ সালে সেখানে গণগ্রন্থাগার আইন পাস হওয়ার পর বৃটিশ ভারতে বিশেষ করে বর্তমান বাংলাদেশে গ্রন্থাগার জগতের যাত্রা শুরু হয়। রংপুর পাবলিক লাইব্রেরী, যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি ও বরিশাল পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার মধ্য দিয়ে গ্রন্থাগার ও প্রন্থাগারিকতার ক্ষেত্রে যে শুভ সূচনা হয় তারই ধারাবাহিকতায় একটি পেশাদারিত্ব নিশ্চিত হয়েছে। সাম্প্রতিক কালে সরকারি প্রচেষ্টায় গ্রন্থাগার আন্দোলন আরও বেগবান হয়েছে। বর্তমান গ্রন্থে গ্রন্থ ও গ্রন্থাগার বিষয়ে সুপণ্ডিত ও গবেষকদের লেখা প্রবন্ধ-নিবন্ধ স্থান পেয়েছে। বিভিন্ন আঙ্গিকে রচিত এই প্রবন্ধ ও নিবন্ধগুলো সংশ্লিষ্ট বিষয়ে গবেষনার ক্ষেত্রে খুবেই সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস। প্রবন্ধ চয়ন ও সম্পাদনার ক্ষেত্রে মোহাম্মদ জিল্লুর রহমান দক্ষ ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন সে জন্য আমরা তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
সূচিপত্র * শিক্ষা ও গ্রন্থাগার * প্রসঙ্গ : গ্রন্থাগার ও গ্রন্থাগার বিদ্যা * গ্রন্থাগার ও গ্রন্থাগারিক * গ্রন্থাগারিকতা * গ্রন্থের প্রসারে গ্রন্থমেলার ভূমিকা * ডিজিটাল বাংলাদেশ ও অমর একুশে গ্রন্থমেলা * পাঠক সৃষ্টিতে বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলার ভূমিকা * উত্তরাঞ্চলের গ্রন্থাগার * নারী ও তথ্য অধিকার * তথ্য অধিকার ও নারীর ক্ষমতায়ন * দারিদ্র্য বিমোচনে তথ্য প্রযুক্তি ও মানুষের জানার অধিকার * ডঃ রঙ্গনাথন : লাইব্রেরি ও তথ্য জগতের এক বিস্ময়! * মিনহাজ উদ্দিন আহাম্মদ ও দিলারা বেগম * আর্কাইভস্ ধারণার উম্মেষ : প্রেক্ষিত বাংলাদেশ * ইলেক্ট্রনিক তথ্য সংগঠন : ইন্টারনেটে তথ্য সঞ্চালন ও আহরণ * গোপনীয়তার সংস্কৃতি ও তথ্য অধিকার * শাহাব উদ্দিন নীপু ও হামিদা সুলতানা * বই পড়া নিয়ে একটু আধটু * তথ্য অধিকার ও যোগাযোগ স্বাধীনতা ড. মাহবুবা নাসরীন ও মা. জাহিদ হাসান * প্রসঙ্গঃ গ্রন্থ * তথ্যসামগ্রী ব্যবহারকারীর অধিকার ধ ন্যাশনাল লাইব্রেরির ভূমিকা মোঃ শাহাব উদ্দিন খান * বইয়ের জগৎ * বিবিধ প্রসঙ্গ : শিক্ষা ও গ্রন্থাগার * বই সর্বোত্তম বন্ধু * গ্রন্থ হোক আমাদের প্রিয় সঙ্গী * প্রসঙ্গ গ্রন্থাগার * জীবনের মান উন্নয়নের গ্রন্থ ও গ্রন্থাগার * ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় গ্রন্থগার : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক গ্রন্থাগারের ক্ষেত্রে এক নতুন দিগন্ত মোঃ নাজমুল ইসলাম ও মোহাম্মদ মাহবুবুল হক হাজারী * বাংলাদেশের সামাজিক সমস্যা হিসেবে প্রবীণ জনগোষ্ঠী : প্রবীণ কল্যাণে এবং সামাজিক উন্নয়নে আধুনিক তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগারের ভূমিকা মোঃ ফারুকুজ্জামান ও মোঃ এমাজ উদ্দিন * বইয়ের যত্ন, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ * বই পড়া, লেখালেখি ও সংস্কৃতি নিয়ে বহুমাত্রিক আলোচনা, সমালোচনা ও মন্তব্য * বাংলাদেশের গ্রন্থাগার, গ্রন্থাগার উন্নয়ন ও গ্রন্থাগার শিক্ষা : একটি পর্যালোচনা * বাংলাদেশ ন্যাশনাল লাইব্রেরি ও এর কার্যক্রম * Knowledge Management Commission for Peace,Development and Civilization * বাংলাদেশের কপিরাইট আইন ২০০৬ * তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার * নিশ্চিতকরণের নিমিত্ত বিধান করিবার লক্ষ্যে প্রণীত আইন (তথ্য অধিকার আইন)
মোহাম্মদ জিল্লুর রহমান মূলত সরকারি কর্মকর্তা। বইয়ের সঙ্গেই তাঁর সার্বক্ষণিক ওঠা-বসা অর্থাৎ গ্রন্থাগারিক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়াধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক পদে চাকুরীকাল সম্পন্ন করে সম্প্রতি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন। নানাবিধ গুরুদায়িত্ব পালনের পাশাপাশি নানা বিষয়ে গবেষণা করে চলেছেন নিরন্তর।কর্মজীবন শুরু করেছিলেন একটি ইংরেজি দৈনিকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। বাল্যকাল থেকেই বইয়ের নেশা, অন্যদিকে লেখার নেশা। সব মিলিয়ে তিনি একজন গ্রন্থপ্রেমিক। জন্মেছেন নানা বাড়িতে ১৯৬১ সালের ১ আগস্ট, নাটোর জেলার সিংড়া উপজেলার রূপকথার গ্রাম খ্যাত হুলহুলিয়ায়।পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন আদর্শবাদী শিক্ষক। এ অঞ্চলে তিনি ‘হেডপণ্ডিত’ নামে সুপরিচিত ছিলেন। মা জাহানারা আহমেদ আজন্ম গ্রন্থ অনুরাগী। ছাত্রজীবন থেকেই পরিবেশ, ইতিহাস, ঐতিহ্য, গ্রন্থ ও গ্রন্থাগার বিষয়ে কৌতুহলী ছিলেন। লিখেছেন নিরলসভাবে অনুসন্ধানী রচনা। তিনি বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহন ও গবেষণার কাজে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। সংবাদপত্রে বিষয়ভিত্তিক কলাম ছাড়াও এ পর্যন্ত তাঁর বাইশ হাজার চিঠিপত্র প্রকাশিত হয়েছে। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা পাঁচশ’র অধিক।