ফ্ল্যাপে লিখা কথা আন্তন পাভলোভিচ চেখভ রুশ সাহিত্যের এক অসাধারণ কথাশিল্পী। অসংখ্য ছোটগল্প লিখেছেন, রচনা করেছেন নাকট, উপন্যাস, প্রবন্ধ। মস্কো বিশ্ববিদ্যালয়ে থেকে মেডিসিন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করার অনেক আগে থেকেই সুধী মহলে ‘ছোটগল্প’ লেখক হিসেবে পরিচিত ছিলেন। পেশাগত জীবনে নিজে যে কঠিন সময় পার করেছেন তারই প্রকাশ ঘটিয়েছেন বিভিন্ন সময় লেখার মাধ্যমে। মেডিসিন সম্পর্কে তার লেখা খুবই কৌতুহলোদ্দীপক : মেডিসিন আমার বিয়ে করা বউ, আর সাহিত্য বান্ধবী। যখন তাদের কে আমার নার্ভে চেপে বসে, তখন আরেকজনের সাথে রাত কাটাই। এতে অবশ্য কেউই খুব একটা অসন্তুষ্ট হন না।’ এমনি একজন চিকিৎসকের চিকিৎসকগণকে নিয়ে লেখা কিছু গল্প সংকলিত হয়েছে এই গ্রন্থে। এখানে আছেন শেলেস্তভের মত উদ্ধত অহঙ্কারী চিকিৎসক, আছেন করলিয়ভের মত বিনয়ী দুর্ভাগ্যগ্রস্ত চিকিৎসক, আছে রাগিনের মত সমাজ সচেতন , অলস, অর্ন্তমুখী চরিত্র। আরো আছেন মার্ফা পেত্রোভনার মত হোমিও চিকিৎসক যিনি মানুষের প্রতারণার স্বরূপ আবিষ্কার করে হয়েছেন হতবিহ্বল। আরো আছেন বিক্ষুদ্ধ চিকিৎসক মিখাইল ইভানভিচ যিনি কোনো কারণ ছাড়াই চাকুরি হারিয়েছেন, আর সুযোগ পেয়ে নিজের বক্তব্য পেশ করতে কুণ্ঠাবোধ করেননি। আছে মেডিকেল ছাত্র ক্লচকভ, যে পরীক্ষায় পাশ করার জন্য শীতের রাতে আন্যুটাকে বাধ্য করেছে উলঙ্গ হতে। অভচিন্নিকভের মত কতব্যনিষ্ঠ মানুষ, যিনি রোগির সেবা বিঘ্নিত হওয়ার কারণে রেগেমেগে তার সহকারিকেই একটি ঘুষি মারেন তার মুখে, আর শিকার হন একটি বোকা পরিস্থিতির; আছেন ইয়েনিচের মত চরিত্র, কেমন করে একজন চিকিৎসক হয়ে যান একজন অর্থগৃধ্নু শরীর সর্বস্ব একজন মানুষ যার উদ্দেশ্য হয়ে দাঁড়ায় কেবল অর্থোপার্জন। এ গল্পগুলোর পরিপ্রেক্ষিত প্রায় একশ বছর আগের অনুন্নত রাশিয়ার। কালের পরিবর্তনে সেখানে নিশ্চয়েই চিকিৎসা সেবায় গুণগত পরিবর্তন ঘটেছে। কিন্তু শেষ বিচারে আজও আমরা এ ধরনের চিকিৎসক দেখতে পাই আমাদের আশেপাশে, হয়তো রাশিয়ায়ও। এ গল্পগুলোর মাধ্যমে নিশ্চয়ই এসব চরিত্রের জনক আমাদেরকে কোন ম্যাসেজ দিয়ে গেছেন। যিনি বলতে একজন মানুষের সব কিছুই হবে হবে উৎকৃষ্টতম - তিনি ডাক্তারদের কাছে নিশ্চয়ই আশা করেছেন তার চাইতেও বেশি কিছু-উৎকৃষ্টতমের চেয়েও বেশি কিছু....
সূচি * ম্যাজিস্ট্রেট * একটি অস্বস্তিকর ব্যাপর * রাজকন্যা * স্নায়ু্বৈকল্য * ইয়োনিচ * প্রধান মালীর গল্প * ডাক্তারের কল * ষড়যন্ত্র * প্রতারকগণ * চমৎকার সব লোকজন * আন্যুটা * ডাক্তার * অন্ধকার * শত্রুগণ * ওয়ার্ড নং ৬