ফাল্গুনী হাফিজের জন্ম রাজশাহীতে। বাবার চাকুরিসূত্রে শৈশবের একটি অংশ কেটেছে পাবনা ক্যাডেট কলেজে। এরপর শৈশব থেকেই খুলনাতে স্থায়ী বসবাস। বাংলাদেশ বেতার খুলনাতে শিশুদের অনুষ্ঠানে নিয়মিত শিল্পী ছিলেন। বাবা গণিতের প্রফেসর। কিন্তু কবিতায় সিদ্ধহস্ত। ‘নিঃশব্দ ভালোবাসা' ও ‘স্পন্দিত কাব্য’ নামে দুটি শীলিত শব্দ চয়নের কাব্যগ্রন্থ রয়েছে তাঁর পিতার। মা ধার্মিক, বিদুষি ও পড়ুয়া একজন নারী। একমাত্র ভাই বুয়েটিয়ান । কম্পিউটার প্রকৌশলী । বর্তমানে আমেরিকা প্রবাসি | ফাল্গুনী হাফিজ সাংস্কৃতিক পরিবেশেই বেড়ে ওঠেন। উচ্চশিক্ষা নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে। ফলিত গণিতে ডিস্টিংশনসহ মাস্টার্স। বাংলাদেশের প্রায় সব ট্যুরিস্ট স্পট শৈশব-কৈশোরেই পিতা-মাতার সাথে ভ্রমণ করেছেন। এরপর ভারত, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ভ্রমণ করেছেন। দেশে বিদেশে পরিভ্রমণে তাঁর অভিজ্ঞতার ভাণ্ডার হয়েছে ঋদ্ধ। ফলে সহজেই বাংলাদেশের অপরূপ রূপ সম্পর্কে ধারণা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়েছে। তাই মনোলোভা রূপের আধার এই দেশের ফুল, পাখি, তরুলতা ও গ্রামীণ দৃশ্য তাঁর লেখনিতে ফুটে উঠেছে। লেখক নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করেন। কিন্তু অসাধারণ সৃষ্টিশীল মানুষটির লেখালেখি প্রকাশের জন্য পারিবারিক চাপ ছিলো। স্বামীর অনুপ্রেরণাতেই এই বই প্রকাশ।