"আমেরিকা যুক্তরাষ্ট্র একটি সুবৃহৎ দেশ এবং নানা প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা নানা রাজ্য। এরকম দুটি অতি সুন্দর স্টেট বা রাজ্য আলাস্কা ও হাওয়াই দ্বীপপুঞ্জ। আমার এই দুটি জায়গা দেখার সৌভাগ্য হয়েছিল। আলাস্কা সম্পর্কে আমাদের আগ্রহ শৈশবকাল থেকেই শুরু হয় ভূগোল পাঠের মাধ্যমে। হাওয়াই সম্পর্কে ও আমাদের অনন্ত কৌতূহল। অন্য স্টেট বা হয়তো অন্যান্য দেশ থেকে সম্পূর্ণ আলাদা এই দুটি জায়গা শুধু যে প্রাকৃতিক সৌন্দর্যের আধার তাই নয় ,এই দুটি জায়গা স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। দুটি স্থানের অধিবাসী বৃন্দ,তাদের স্বকীয় কৃষ্টি,বেশভূষা,খাদ্যাভ্যাস,ধর্মাচরণ ,ভাষা তাদের অন্য অনেক স্থান থেকে পৃথক করেছে। আমি আলাস্কায় প্রায় বারো দিন কাটিয়েছি ও এর প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়েছি। একদিকে সুবৃহৎ পর্বতশৃঙ্গ, তুন্দ্রা অঞ্চল,আর্কটিক অঞ্চল যেমন দেখেছি তেমনি গ্লেসিয়ার ল্যান্ডিং ,সি প্লেন,ক্রুজ,তিমিদের সমুদ্র সন্তরণ সব অভিজ্ঞতা আমার বইটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। চেষ্টা করেছি পাঠক পাঠিকাদের সেই স্বপ্নের দুনিয়া তে নিয়ে যেতে।কতটা সফল হয়েছি সেটা পাঠক পাঠিকা রা সঠিক বিচার করতে পারবেন। কয়েকটি ছবি থাকলে পাঠকদের বই টি র সাথে একাত্ম হতে সুবিধা হবে। তথ্য দিতে প্রচেষ্টা করেছি কিন্তু তথ্যের ভারে বইটি কে নীরস করার বদলে আমার সঙ্গে তাদের ওই জায়গাগুলি তে নিয়ে যেতে চেয়েছি। আমার লেখনীর মাধ্যমে যদি বেশ কয়েকজন ভ্রমণ পিপাসু মানুষ আনন্দ পান তাহলেই আমার লেখা সার্থক হবে। এক ই ভাবে হাওয়াই দ্বীপপুঞ্জের চারটি প্রধান দ্বীপে প্রায় ২২ দিন ঘুরেছি। আমার পুত্র অনির্বাণের একান্ত সদিচ্ছার ফলে প্রশান্ত মহাসাগরের রানী বা স্বর্গ যে নামে ই হাওয়াই দ্বীপ কে অভিহিত করি না কেন তার যে অপরূপ রূপের সাক্ষী ছিলাম তা ভাগ করে নেওয়ার তাগিদে কলম ধরেছিলাম। চেষ্টা করেছি ডায়রীর আকারে রোজকার ভ্রমণ ও অভিজ্ঞতা তুলে ধরতে। হাওয়াই দ্বীপপুঞ্জের অধিবাসীদের ধর্মাচরণ,দেবতা, আলোহা ভাবাবেগ,ভাষা,দৈনন্দিন জীবন সব মুগ্ধ হয়ে যেমন দেখেছি তেমন শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই লেখায় এই বইটি তে। প্রকৃতির বিপুল ভান্ডার এই দুটি স্থানের রূপ,রস গন্ধে মিশে আছে। বর্ণ বৈচিত্র্য,ভৌগলিক বিশেষত্ব ,প্রকৃতির অকপট দান তুলে ধরার একমাত্র উপায় হিসেবে কলম ধরেছি ।হয়তো সেটা সহজ কাজ না।কিন্তু আমি বিশ্বাস করি যে প্রয়াসে সততা,আন্তরিকতা থাকে সে প্রয়াস মানুষের ,পাঠক কুলের হৃদয় জয় করতে সমর্থ হয়। আমার হৃদয় উৎসারিত এই রচনা সে ভাবেই পাঠক ,পাঠিকার হৃদয় জয় করবে এই আশা রাখি। আপনাদের দেওয়া এই সুযোগের আশা করি যথার্থ সম্মান দিতে পারবো। আরো রচনা পাঠক দের সামনে আনার সুযোগ পাবো। অসংখ্য অগ্রিম ধন্যবাদ জানালাম। মণিমালা গাঙ্গুলী কলকাতা। ২১ শে মে,2023।"