বিষণ্ন এক বিকেল, চারদিক সুনসান নীরব। মৃদু হাওয়ায় কাঠগোলাপ গাছের পাতাগুলো সামান্য দুলছে, সেই সাথে আনমনে দুলছে নারকেল গাছের পাতাগুলোও। মাঝে মাঝে মৃদু হাওয়া এসে ঝাপটা মেরে যাচ্ছে ইরার চোখেমুখে। অয়নের মুখোমুখি দাঁড়িয়ে আছে সে। এখানে দাঁড়িয়ে থেকে নিজেকে অপরাধী মনে হচ্ছে, কিন্তু তার ভিতরটাতে কোনো অপরাধবোধ কাজ করছে না। শুধু তীব্র ব্যথায় বুকের ভিতরটা কেমন করছে। যে মানুষ জেনেশুনে অপরাধ করে তার আসলে অপরাধবোধ কাজ করেও না। কিন্তু ইরা নিরুপায়, অপরাধ করা ছাড়া তার জন্য আর কোনো পথ খোলা ছিল না। সবকিছু শোনার পর অয়ন হয়ে পড়েছে অনুভূতিহীন এক ভঙ্গুর মানুষ। কাল বিকালের ঘটনা শোনে সে চুপচাপ বসে কেঁদেছে। ভেবেছিল আর কোনোদিন ইরার মুখোমুখি হবে না, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলো না। যখনি ইরার ফোন পেয়েছে তখনি পৃথিবীর সবকিছু উপেক্ষা করে সে উল্কার বেগে ছুটে এসেছে। অয়নের মনে হচ্ছে এতকিছুর পরও হয়তো ইরা তাকে আজ বলবে, চলো আমরা পালিয়ে যাই, দূরে অনেক দূরে কোথাও। সমস্ত দুর্ভেদ্য দ্বিধার দেয়াল ভেঙে তারা দু'জনে এক হয়ে যাবে। কিন্তু ইরার যে সেই দেয়াল টপকানোর সাধ্য নেই, এটা মেনে নিতে বা এটা মানিয়ে নিতে ভীষণ কষ্ট হচ্ছে তার। অয়ন হাউমাউ করে কাঁদতে কাঁদতে ইরার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো, তারপর ইরার হাতটি টেনে ঠোঁটের কাছে এনে দীর্ঘক্ষণ চুমু দিয়ে ধরে রাখলো। ইরা কোনো কথা বলল না, অয়নকে ছাড়ানোর প্রয়োজনবোধও করলো না। তার চোখ বেয়ে নেমে যাচ্ছে অবিরল কান্নার জল। সেই জল টপটপ করে পড়ছে অয়নের মাথার উপরে।
জন্ম ২০০২ সালের ৭ই এপ্রিল , ময়মনসিংহ জেলায় । পিতার নাম ফজলুর রহমান এবং মাতার নাম রওশন আরা । বর্তমানে ময়মনসিংহের মুমিনুন্নিসা কলেজে ইংরেজি বিভাগে অধ্যয়নরত । বুকের ভিতর অফুরন্ত সাহিত্যের কথারা আজ বাসা বেঁধে আছে।বাসা বেঁধে আছে আজ অসংখ্য গল্প আর কবিতা। সেইগুলো বলে যেতে চাই বইয়ের পাতায়। আর সাহিত্যকে হৃদয়ে আষ্টেপৃষ্ঠে ধরে চলতে চাই জীবনের শেষ সীমানা পর্যন্ত। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম কবি নজরুলের মতো লেখালেখি করবো, সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াবো আর কবিতা লিখবো। প্রায় সময় এটা ঐটা লিখতাম ডায়েরীর পাতায়, আর সেগুলো ছিঁড়ে লুকিয়ে রাখতাম বইয়ের পাতার মাঝে। চেষ্টা করি সাহিত্যের রঙের নিজেকে রাঙাতে। বইয়ের কথা বলতে,বইয়ের কথা পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে দিতে। জানি না পারবো কি না তবুও স্বপ্ন দেখে যাই। আমার প্রথম বই, প্রথম অনুভূতি "অনুভূতির দেয়াল" দিয়ে শুরু হয় আমার এই নতুন জীবন। সকলের ভালোবাসা ফেলে একের পর এক অনুভূতি কথা বলে যেতে চাই আমি সকলের তরে। প্রকাশিত বই : অনুভূতির দেয়াল (কাব্যগ্রন্থ), প্রেমের ত্রিকোণমিতি (উপন্যাস), ভিতরে ভিন্ন কেউ(উপন্যাস) ।