আকতার শিমু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান- বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে বর্তমানে দুই সন্তান নিয়ে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন । ওখানেই পেশা হিসেবে প্রাইমারী স্কুল শিক্ষক সহযোগী পদে কর্মরত আছেন। সমাজ-সংস্কৃতি, সম্পর্কসহ সামাজিক নানান বিষয় নিয়ে পড়তে ভালোবাসলেও আকতার শিমুর বিশেষ আগ্রহের জায়গা কবিতা, গল্প। পাশাপাশি ছোটদের নিয়ে লিখতে সব সময় উৎসাহ বোধ করেন। ‘টোনাক সোনা' সেটারই বহিঃপ্রকাশ। নিজেকে সবার আগে একজন ভালো পাঠক হিসেবে প্রতিদিন একটু একটু করে হলেও সমৃদ্ধ করতে চান শিমু। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন সামাজিক-সংস্কৃতিক ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করলেও এটিই তার প্রকাশিত প্রথম গ্রন্থ। টুনাক দেশের বাইরে বেড়ে উঠা বাঙালি মা-বাবার সন্তানদের প্রতিনিধিত্ব করা একটি সত্যিকার চরিত্র। বিদেশে জন্ম হওয়া সকল বাংলাভাষী প্রজন্মকে দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি জানানোর পাশাপাশি বিদেশের পরিবেশ, চারপাশ, দৈনন্দিন জীবনের অনুষঙ্গের ভেতর দিয়ে বাংলা শিখানোর ক্ষুদ্র প্রয়াস টুনাক সোনা'। যার মাধ্যমে দেশের এবং দেশের বাইরে উভয় প্রজন্মকে সহজ-সরল ভঙ্গিমাতে ভাষা আর শিকড়ের বন্ধনে আবদ্ধ করতেই শিশুতোষ গ্রন্থ “টুনাক সোনা” ।