লেখক পরিচিতি অনেকগুলো প্রকাশিত ও অপ্রকাশিত গ্রন্থ রচয়িতা মাস্টার শাহ আলম ১৯৫৫ সালের ৪ঠা সেপ্টেম্বর কক্সবাজার জেলার অন্যতম উপজেলা উখিয়া সদরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বাচা মিয়া, মাতার নাম নূর আয়েশা। তিনি বর্তমান উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পাঠ শেষে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন। বর্তমানে অবসরপ্রাপ্ত হলেও তিনি কলম চালিয়ে যাচ্ছেন অবদমিত গতিতে। ৬ষ্ঠ শ্রেণি থেকে লেখায় তাঁর হাতেখড়ি। মাস্টার শাহ আলম একাধারে কবি, নাট্যকার, ঔপন্যাসিক, কলামিস্ট ও লোকগবেষক। সাহিত্যের প্রতিটি শাখায় তাঁর বিচরণ লক্ষণীয়। পুঁথি, কবিতা, ছড়া, উপন্যাস, নাটক, কলাম, প্রবন্ধ, লোকগাথা এবং নির্বাচিত মানুষের জীবনী লেখা ছাড়া তিনি একজন গীতিকারও। তিনি দীর্ঘদিন লিভার ও কিডনিজনিত রোগে ভোগলেও লেখালেখি চালিয়ে যাচ্ছেন বিছানায় শুয়ে। তাঁর এবারকার গ্রন্থ ‘উখিয়ার পীর আউলিয়া।' তিনি এই গ্রন্থের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি প্রার্থনার মধ্য দিয়ে পীর আউলিয়ার সম্পর্কে এইভাবে মন্তব্য করেছেন যে, ‘প্রভাত সূর্যরা এসেছিলো, দিনব্যাপী জ্ঞান ও সত্য রাহের তাজাল্লী ছড়িয়ে সন্ধ্যা নীলিমায় মিলিয়ে গেলো। খোদাভীরু আবদাল এই বুজুর্গীরা চোখের পলকে পার হয়ে গেলো বিশাল জ্ঞানের সাগর। আমরা নির্বাক দাঁড়িয়ে কয়টি ঢেউ দেখলাম মাত্র। আল্লাহ আমাদের তার প্রিয় বান্দাদের পথ অনুসরণ করে চলার তৌফিক দিন। আমিন। লেখক তাঁর ভুল ত্রুটির জন্য সবিনয়ে ক্ষমাপ্রার্থী। আমি এই গ্রন্থের সার্বিক সফলতা কামনা করি। -আলী প্রয়াস