বাংলাদেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হলো রাজস্ব। জাতীয় রাজস্ব বোর্ড দেশের রাজস্বের সিংহভাগ যোগানদাতা এবং এর মধ্যে আয়কর অন্যতম। জাতীয় রাজস্ব বোর্ড নানামূখী আধুনিকায়নসহ বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাধীনতার ৫২ বছর আমরা অতিক্রম করছি। সেই অর্থে বাংলাদেশে কর সংস্কৃতি তৈরি হয়নি। কর জিডিপি অন্যান্য দেশ এমনকি পাশ্ববর্তী দেশ থেকেও আমাদের কর জিডিপি কম। বেসরকারীভাবে গোল্ডেন বাংলাদেশ শুরু থেকেই বিভিন্ন প্রকাশনা, ওয়েব, সেমিনার, ওয়ার্কশপ, একুশে বইমেলাসহ বিভিন্ন মেলায় অংশগ্রহণ, বিভিন পত্রিকা ও টেলিভিশনে লেখালেখিসহ প্রচারণা চালিয়ে যাচ্ছে। আয়কর সংক্রন্ত শিক্ষা প্রান্তিক লেভেলে ছড়িয়ে দেওয়ার লক্ষে ২৫,০০০ ভলেন্টিয়ার তৈরি করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আয়কর আইন, ২০২৩ যেন সবার কাছে দ্রুত পৌছে যায় এবং বোধগম্য হয় সে লক্ষে এ বছর আয়কর আইন, বিধি এবং নতুন আইনের ভিত্তি করে অন্যান্য প্রকাশনা, ওয়েব, ভিডিও, ট্রেনিং ওয়ার্কশপসহ সোস্যাল মিডিয়ায় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মতামত জানাতে বা পরামর্শের জন্য [email protected] বরাবর ই-মেইল করতে পারেন। বইটি সংকলনের সময় যথাসম্ভব ভুলত্রুটি পরিহারের চেষ্টা করা হয়েছে। যদি কোথাও কোন অসংগতি পরিলক্ষিত হয় সেক্ষেত্রে কর আইন ও বিধিমালা, প্রজ্ঞাপনসমূহের ভাষ্য এবং শব্দাবলিই প্রধিকার পাবে। এই বইটিতে কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে দয়াকরে আমাদের নজরে আনলে আনন্দিত হবো। এবং ইনসাল্লাহ পরবর্তী সংস্করণে আমরা তা শুধরে নেবো। - গোল্ডেন বাংলাদেশ” এর এই ক্ষুদ্র উদ্যোগ যদি কারও উপকারে আসে এবং দেশ যদি তার উন্নয়নের পথে একটুখানিও এগিয়ে যায়, তাহলেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে বলে আমার বিশ্বাস।
আমি মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ সদরের এক নিভৃত গ্রামে আমার জন্ম। শৈশব কেটেছে গ্রামের বাড়ীতে দিগন্তজোড়া সবুজ মাঠে খেলা করে আর বিলে মাছ শিকার করে। উচ্চ শিক্ষা গ্রহনের জন্য জেলা সদরে নানা বাড়ীতে চলে আসি। উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় থেকেই আমি প্রচুর বই পড়তে শুরু করি। আর লেখালেখির শখটাও তখন থেকেই। তবে সে সব লেখা কোথাও প্রকাশ করা হয়নি। ঢাকা আসার পর ফেসবুকের সাথে পরিচয় এবং প্রণয়। তারপর প্রথমআলো ব্লগে লেখালেখি। মূলত আমার লেখক সত্ত্বার প্রকাশ প্রথমআলো ব্লগ থেকেই। প্রথমআলো ব্লগ সংকলন, জলছবি বাতায়নের একাধিক সংখ্যায় আমার ছোট গল্প প্রকাশিত হয়েছে। এক সময় প্রথমআলো ব্লগ বন্ধ হয়ে গেলে ব্লগের লেখাগুলো একত্র করে একটি বই ছাপা হয়-যার নাম আপনালয়।