ঘরে বাইরে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। এমনি এক পটভূমিতে ওভাল অফিসের দায়িত্ব নিয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডগলাস উইলিয়ামস। আর সবাইকে বিস্মিত করে সেক্রেটারি অভ স্টেট হিসেবে নিয়োগ দিয়েছে চরম রাজনৈতিক শত্রু, মিডিয়া মোগল, অ্যালেন অ্যাডামসকে। লক্ষ্য, তার সুনামকে ধুলোয় মিশিয়ে দেওয়া। অ্যালেন অ্যাডামস নিজেকে গুছিয়ে নেওয়ার আগেই বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো ইউরোপের তিন শহর লন্ডন, প্যারিস আর ফ্রাঙ্কফুর্ট। আতঙ্কিত যুক্তরাষ্ট্র। তিন তিনটে পারমাণবিক বোমা পেতে রাখা হয়েছে আমেরিকার বুকে। কেউ জানে না কোথায়। এয়ার ফোর্স থ্রি নিয়ে বেরিয়ে পড়ল অ্যালেন। হাজির হল চরম বৈরী রাষ্ট্র ইরানের গ্র্যান্ড আয়াতুল্লাহর সামনে। আয়াতুল্লাহর নির্দেশে ইরান থেকে বের করে দেওয়া হল মার্কিন সেক্রেটারি অফ স্টেটকে। বন্দী করা হলো তার সফরসঙ্গীকে। এদিকে রাশিয়ান মাফিয়ার ধাওয়া খেয়ে প্রাণ হাতে নিয়ে ইরান থেকে পালাচ্ছে সেক্রেটারি অফ স্টেটের কন্যা। আর বোমার অবস্থান জানতে খোদ রাশিয়ান মাফিয়ার গুহায় ঢুকে পড়েছে অ্যালেন অ্যাডামস। খুঁজছে নাটের গুরুকে। ওভাল অফিসে জিম্মি প্রেসিডেন্ট উইলিয়ামস। এখানেই রয়েছে সে, নাটের গুরুদের গ্র্যান্ড মাস্টার। পলপল করে বয়ে যাচ্ছে সময়। আর মাত্র কয়েক মিনিট। একযোগে বিস্ফোরিত হবে তিন তিনটি পারমাণবিক বোমা।
Hillary Clinton was born on October 26, 1947, in Chicago, Illinois, going on to earn her law degree from Yale University. She married fellow law school graduate Bill Clinton in 1975. She later served as first lady from 1993 to 2001, and then as a U.S. senator from 2001 to 2009. In early 2007, Clinton announced her plans to run for the presidency. During the 2008 Democratic primaries, she conceded the nomination when it became apparent that Barack Obama held a majority of the delegate vote. After winning the national election, Obama appointed Clinton secretary of state. She was sworn in as part of his cabinet in January 2009 and served until 2013. In the spring of 2015, she announced her plans to run again for the U.S. presidency. In 2016, she became the first woman in U.S. history to become the presidential nominee of a major political party. After a polarizing campaign against GOP candidate Donald Trump, Clinton was defeated in the general election that November. Hillary and Bill Clinton have one daughter, Chelsea Victoria, who was born on February 27, 1980.