জমিদার পরিবারের ছেলে রুডলফ র্যাসেনডিল; রোমাঞ্চপ্রিয়, সুযোগ পেলেই বেরিয়ে পড়ে পৃথিবী ঘুরে দেখতে৷ লন্ডনের আরাম ছেড়ে এবার সে গেল রুরিতানিয়ায়৷ এখানকার রাজার অভিষেক শীঘ্রই, জমকালো সে আয়োজন চাক্ষুষ দেখাই লক্ষ্য৷ ভাগ্যক্রমে তার দেখা হয়ে গেল ভাবী রাজার সঙ্গে৷ তবে তার চেয়েও আশ্চর্যের বিষয়, রাজা আর চেহারা যে হুবহু এক! ওদিকে অভিষেকের আগেই সৎ ভাইয়ের প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে রাজা বন্দি হলো জেনডার কেল্লায়৷ কিন্তু রাজভক্ত রাজসঙ্গীরা হারতে নারাজ৷ কৌশলের অংশ হিসেবে রুডলফকে বসতে হলো রাজার আসনে৷ রাজনৈতিক স্থিরতা বজায় রাখতে এছাড়া যে অন্য কোনো পথ নেই৷ রুডলফের সামনে আসতে থাকল একের পর এক পরীক্ষা আর বাধা৷ সাহসী দ্বন্দ্বে লড়তে হলো কুখ্যাত র্যুপার্ট অব হেনতযাউয়ের সঙ্গে৷ রাজকুমারী ফ্লাভিয়ার প্রেমেও পড়ে গেল সে৷ কিন্তু সব ছাড়িয়ে আসল প্রশ্ন—প্রকৃত রাজার তবে কী হবে? রুডলফই বা কী করবে? সে কি কখনো ফিরে যেতে পারবে তার নিজের জীবনে? নাকি ব্যক্তিত্ব তাকে দেবে বীরোচিত কোনো পদক্ষেপ? অ্যান্টনি হোপ তার এই ক্লাসিকে তুলে এনেছেন দুর্দান্ত রোমাঞ্চকর এক অভিজ্ঞতা৷ যা যুগ যুগ ধরে মুগ্ধ করে যাচ্ছে পাঠকদের৷