মোঃ মঞ্জুর আহমেদ মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ সিপাহি আবদুল মোতালেব, বীরবিক্রম ও মোসাম্মৎ মাজেদা খাতুন-এর একমাত্র পুত্র মোঃ মঞ্জুর আহমেদ ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। পৈত্রিক নিবাস পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বৈদ্ধপাড়া এবং চাকামইয়া গ্রামে কেটেছে তাঁর শৈশব ও দুরন্ত কৈশোর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রী অর্জন করেন এবং যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব ওয়েলস, ইনস্টিটিউট কার্ডিফ থেকে এমবিএ ও ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি অনার্স ডিগ্রী অর্জন করেন। পেশায় একজন আইনজীবী হয়েও তিনি যুক্তরাজ্যে বাংলা সাহিত্য এবং বাঙালি সাংস্কৃতিক কর্মকাÐের সাথে জড়িত আছেন। লন্ডনস্থ বেতার বাংলা ৯২ এফ এম ব্যান্ডে ‘সাহিত্যের আড্ডা’ অনুষ্ঠানে দীর্ঘদিন যাবত উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। বর্তমানে যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা এবং ব্যারিস্টার এট ল’ অধ্যয়নরত। তিনি প্রবাস জীবনে শত ব্যস্ততার মধ্যে থেকেও মাতৃভাষার প্রতি ভালোবাসার টানে অর্ন্তনিহিত ভাব-আবেগের সংমিশ্রনে সাদা-মাটা প্রকাশ কোমলমতি শিশুদের জন্য শিক্ষণীয় ‘সোনামণিদের ছড়ার মেলা’ ছড়ার বইটি। আশা করি কোমলমতি শিশুদের পাঠ্য পুস্তকের পাশাপাশি ‘সোনামণিদের ছড়ার মেলা’ বইটির ছড়াগুলো মজার ছলে পড়তে উৎসাহিত হবে এবং জীবন গঠনে শিক্ষণীয় ভ‚মিকা পালন করবে। আশা করি ‘সোনামণিদের ছড়ার মেলা’ বইটির কোনো না কোনো একটি ছড়া সোনামণিদের হৃদয়ে স্পর্শ করবে, সেখানে লেখকের পরিশ্রম স্বার্থক হবে বলে মনে প্রাণে বিশ্বাস করি। ধন্যবাদ জ্ঞাতার্থেÑ প্রকাশক