পাটনার ছাদেকপুর মহল্লা ইতিহাসের সোনালী পাতায় সমুজ্জ্বল এক নাম। যে নামের সাথে জড়িয়ে আছে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে উৎসর্গিতপ্রাণ ছাদেকপুরী পরিবার। এই পরিবারেরই কৃতী সন্তান হলেন জিহাদ আন্দোলনের অবিসংবাদিত দুই নেতা মাওলানা বেলায়েত আলী ও মাওলানা এনায়েত আলী। ১৮৩১ সালের ৬ই মে শুক্রবার পূর্বাহ্নে পাকিস্তানের খাইবার- পাখতুনখাওয়া প্রদেশের কাগান উপত্যকার কোল ঘেঁষে কুনহার নদীর তীরে বালাকোট ময়দানে জিহাদ আন্দোলনের দুই সিপাহসালার সৈয়দ আহমদ ব্রেলভী ও আল্লামা শাহ ইসমাঈল শাহাদাত বরণ করেন। তারপর জিহাদ আন্দোলনের সার্বিক নেতৃত্ব ভারতের বিহার প্রদেশের রাজধানী পাটনার ইতিহাসখ্যাত ছাদেকপুরী পরিবারের উপর ন্যস্ত হয়। তখন থেকেই পাটনা-ছাদেকপুর জিহাদ আন্দোলন তথা ভারতীয় উপমহাদেশে স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রভূমিতে পরিণত হয়। অঢেল বিত্ত-বৈভবের অধিকারী ছাদেকপুরী পরিবারের সদস্যগণ সৈয়দ আহমদ ব্রেলভীর হাতে বায়‘আত গ্রহণের পর থেকে তাদের জীবনধারা ও চাল-চলনে আমূল পরিবর্তন সূচিত হয়। অলসতা-বিলাসিতা ও প্রাচুর্যকে দু’পায়ে দলে এই পরিবারের সদস্যগণ জিহাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে উপমহাদেশের গণমানুষকে যুলুমবাজ ইংরেজদের কবল থেকে রক্ষা করার জন্য নির্ভীকচিত্তে জান ও মাল নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েন। ১৮৫৭ সালে সিপাহী বিপ্লবের পর ইংরেজদের যুলুম-নির্যাতনের মুখে উপমহাদেশের স্বাধীনতার আশা যেন দুরাশার ছাইস্তুপের নিচে চাপা পড়েছিল ঠিক সেই সময়ে ছাদেকপুরী পরিবারের অকুতোভয় মর্দে মুজাহিদগণ বিপ্লবের ঝাণ্ডা উড্ডীন করেন এবং নিভে যাওয়া অগ্নিস্ফুলিঙ্গকে বারুদে পরিণত করার উদ্দীপনা যোগান। তারা সোয়াশো বছর ব্যাপী ইংরেজ বিরোধী জিহাদ আন্দোলন অব্যাহত রাখেন। এই পরিবারের কৃতী সন্তান ডেপুটি ম্যাজিস্ট্রেট মাওলানা আহমাদুল্লাহ ছিলেন আন্দামানে অবতরণকারী প্রথম মুজাহিদ নেতা। অতঃপর তার ছোট ভাই মাওলানা ইয়াহ্ইয়া আলীসহ অন্যান্য বন্দীগণ সেখানে নির্বাসিত হন। অতঃপর আন্দামানের রস আইল্যাণ্ড ও ভাইপার আইল্যাণ্ডে দুই ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছাদেকপুরী পরিবার ও তাদের সাথীদের আত্মত্যাগ ও আত্মোৎসর্গের পথ ধরেই ১৯৪৭ সালে উপমহাদেশে স্বাধীনতার নতুন সূর্যোদয় হয়। কোন দেশপ্রেমিকের পক্ষেই তাদের ঐতিহাসিক অবদান ও রক্তভেজা আত্মত্যাগকে অস্বীকার করার উপায় নেই। সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল এই বইয়ে তুলে ধরা হয়েছে সেই অনন্য আত্মোৎসর্গের অমর ইতিহাস। ঐতিহাসিক প্রমাণ-পঞ্জী এবং সাবলীল ও উন্নত ভাষাশৈলীর চমৎকার গাঁথুনীতে এটি এক অসাধারণ গ্রন্থনা। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের গৌরবোজ্জ্বল অধ্যায় জানতে বইটি দেশপ্রেমিক বিদগ্ধ পাঠককে সহায়তা করবে ইনশাআল্লাহ।
Title
বৃটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনে ছাদেকপুরী পরিবারের আত্মত্যাগ