ফ্ল্যাপে লিখা কথা “মেডুসার চুল” কাব্যগ্রন্থ বিচিত্র উপলব্ধির এক শিল্পিত রুপ।এই গ্রন্থে রয়েছে মোট ৫৭ টি কবিতা। এর মধ্যে ৭টি হলো বিদেশী কবিতার রুপান্তর। কবিতা গুলো পাঠ করলে নাগরিক জীবনের আশা -এষনা, সামাজিক দায়বদ্ধতা, বঞ্চিত মানুষের প্রতি ব্যাকুল ভালোবাসাজাত দ্রোহের কথা জানা যায়। বেশ কিছু কবিতার শধ্যে শব্দবীক্ষণ ও শব্দ প্রয়োগের উদার নিরীক্ষা সহজেই অনুমেয়।কবি মহসিন হোসাইনের রাজধানীতে আগমন, স্থিতিলাভ,বৈরি সময়ের বিরুপ ফলশ্রুতির বিষয়টি বিশেষত: তার নব্বই দশকের প্রথমার্ধের কবিতাগুলো সময়েরই প্রতিবিম্ব। কবি এখানে যুগ যন্ত্রণার অগ্রগামী শব্দযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেছেন। নব্বই দশকের প্রথমার্ধের পরের কবিতাগুলো ভিন্ন মাত্রার। এই পর্যায়ে দেখতে পাবো বেশ কয়েকটি অবিস্মরনীয় কবিতা। কবি মহসিন হোসাইনের প্রেমের কবিতা হলো ,স্বপ্ন,বিস্ময়, ও সঙ্গীতের অন্যান্য সংমিশ্রণ।শুদ্ধ কবিতা প্রেমীর কাছে এই রচনাগুলো দীর্ঘায়ু পাবে বলে আশা করা যায়। --প্রকাশক
সূচিপত্র * প্রহরের ঘণ্টা পড়ুক অথবা * বেড়ে উঠি অন্ধ অজাগর * করেছো মহানবিশাল * নিরন্তর ক্ষোভ * শব্দের জ্যোস্নায় * শুধু নিয়ো না এ মন থেকে * পত্রলেখা * স্বপ্নের সৌগন্ধে চলমান * কতো কাল ফুলের শরীরে * জীবনের এই কোণে * উঞ্ছ দিয়ো পদ্মিনী * চেনে না সে অন্ধরঙ্গ * শীতল বাতাস কে দুলাবে * নির্জলা আছি * কতো দিন মাটির শানকিতে কি * পধের শেষেই পড়ে থাকে * বেহালার ছড় * তবু শৃগালের দুই চোখ * সাগরের বিষ * ইরটো গো থামালে না * গুছিয়ে রাখি পালাপার্বন * একটা হুলো দ্বারের কাছে * নি:শব্দে বিশাল আজদহা * আঁধারে সেঁধে যাই * অক্টোভিও পাজ-এর চারটি কবিতার অনুবাদ * আমির খসরুর মাজার * অনিন্দ্যা, তোমার পাশ্ বসেই * নৈঃশব্দ সঙ্গীত * দুর্ঘটনার পরে-১ * দুর্ঘটনার পরে-২ * স্বপ্নরা ছুঁয়ে যায় * কীভাবে পাষাণ হলো * শুধু চায় জল * আশ্চর্য মরণ দেখি * প্রেম * কবির পা ফসকালে * একদিন ব্রাঘ্রের স্বপ্ন * দাসের অধিক দাস * উত্তপ্ত মদন ঢালে * নলিয়া * জাতীয় কবির সাথে একান্ত কথকতা * এই ভাবে আর কত দিন * বাঙালির মহান অভিদ * সেই স্মৃতি আজো টানে * অনর্গল কথা বলে * তুমি আছো ঠিক এখানেই সমতালে * নৈঃশব্দ ভেঙ্গে বলে নাট মন্দির * মেডুসার চুল * মানুষের আবাস থেকে সরে যাও * পতিতা * সকলি চূর্ণ হয় * বর্ণগুলো প্রেমের গুঞ্জরমালা