একাত্তরের ২৬ মার্চ যদি বাংলাদেশের স্বাধীনতা দিবস হয়ে থাকে তা হলে নিঃসন্দেহে শহীদ জিয়াউর রহমান এদেশের প্রথম রাষ্ট্রপ্রধান। কারণ একাত্তরের ২৬ মার্চ অস্থায়ী বিপ্লবী সরকার এবং মুক্তিবাহিনীর প্রধান হিসেবে জিয়া বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে ঘোষণা দিয়েছিলেন নিয়মতান্ত্রিকভাবে কিছুটা সময় পরে গঠিত মুজিবনগর সরকারও তাকে অস্বীকার করতে পারেনি। ২৭ মার্চ শহীদ জিয়ার চট্টগ্রামের বেতার ঘোষণা পরলোকগত নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রশ্নে কিছুটা রদবদল করা হলেও ১৭ এপ্রিল প্রবাসী মুজিবনগর সরকার গঠন করার পূর্ব পর্যন্ত তিনিই (জিয়া) ছিলেন সশস্ত্র মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং কার্যকরভাবে স্বাধীন বাংলাদেশ নামে ঘোষিত রাষ্ট্রের প্রধান কর্ণধার। সে হিসেবেই তিনি পাক হানাদার বাহিনী কর্তৃক বাংলাদেশে গণহত্যারোধে এগিয়ে আসার জন্য জাতিসংঘ এবং বৃহৎ শক্তিবর্গের প্রতি আহবান জানিয়েছিলেন। সে সময়ে বিভিন্ন ঘোষণা এবং আন্তর্জাতিকভাবে যোগাযোগের মাধ্যমে তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, গণচীন ও ও ফ্রান্সসহ ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের কাছে আহবান জানিয়েছিলেন স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানের জন্য। জিয়াই ছিলেন তখন স্বাধীন বাংলাদেশ নামক ভূখণ্ডের সার্বভৌমত্বের মূর্ত প্রতীক।