জন্মের পর থেকে বেড়ে উঠা গ্রামে, তাই স্বচক্ষে দেখেছি গ্রামীণ জীবনের দৃশ্য। তারপর জীবিকার তাগিদে শহরে আসা। শহরে এসে প্রথমে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এবং এক সময় সমাধান পেতে পেতে আজ বর্তমান অবস্থানে এসেছি। আমি গ্রাম ও শহরে মিলেমিশে আছি বলে এ সমাজ’কে ভালো করে জেনেছি। বিশেষ ভাবে দেশ ও দেশের জনগণ’কে ভালোই জানি। এখানে সমাজ বলতে (ছাপ্পান্ন হাজার বর্গমাইল) বুঝানো হয়েছে। আমি চেষ্টা করেছি কবিতায় এ সমাজ ব্যবস্থার অতীত ও বর্তমান অবস্থান তুলে আনতে। তবে কতটুকু পেরেছি তা মোটামুটি কবিতা পড়লেই বুঝবেন। আমি যথাযথ চেষ্টা করি নিজেকে সামলে তারপর অন্যদের মাঝে জ্ঞান বিতরণ করতে। যদি আমি নিজেকে পরিবর্তন নাহ করি, অন্যদের বলে কোন পয়দা হবে নাহ। তারা আঙ্গুল আমার দিকেই তুলবে। বলবে আগে নিজেকে পরিবর্তন কর তারপর আমাদের জ্ঞান দিতে এসো। তবে নিজেকে কতটুকু বদলাতে পেরেছি তা একমাত্র আমার স্রষ্টাই ভালো জানেন। কবিতায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও জনগণ’কে এক সূত্রে আনতে চেয়েছি। আর এ বইতে সংরক্ষিত কবিতায় আছে আমার যত ক্ষোভ ও তিক্ততা। আছে হাজারো আশা ও ভালোবাসা। আছে বড়দের সম্মান ও ছোটদের জন্য স্নেহ। আছে দিবালোকে ভদ্রতা ও অপূর্ণ স্বপ্ন। আছে নিরীহ কণ্ঠের আর্তনাদ। আছে অহংকারে গতি, হিংসুকে পরিণতি। আছে মিথ্যে ভানে হাড়ি ও অজুহাতে কড়ি। আছে ঘৃণতা ও সমাজ মূর্খতা। আছে লালসা‘ময় আকুতি ও পাতি-নেতা হওয়ার গল্প। আছে দরিদ্রের আহাজারি ও ক্ষুধার্ত পেটের যন্ত্রণা। আছো মধ্যবিত্তের কান্না ও করুণ জীবন চলা। আছো ধনীর ধন্যঢ্য ও লোকদেখানো করুণা। আছো পারিবারিক মূল্যবোধ ও শান্তি শৃঙ্খলা। আছে মায়ের রান্নার স্বাদ ও ভিটে মাটি প্রাসাদ। তাই! এক কথায় বলতে পারেন ‘আমি কবিতা, কবিতাই আমি’। দয়াকরে, কবিতায় কোন প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ। ভুল তো মানুষরাই করে। হয়তো আজ আমি করেছি কাল আপনি করবেন।
মোহাম্মদ ইমরান স্বপন ৪ঠা জানুয়ারি ১৯৯৯ সালে একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতৃক নিবাস কুমিল্লা জেলার, মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রাম। পিতা মোহাম্মদ আব্দুল হাকিম, মাতা মনোয়ারা বেগম। জন্মের পর থেকেই বেড়ে উঠা গ্রামে। তারপর জীবিকার তাগিদে শহরে আসা। ছোটবেলা থেকে লেখালেখি ও বই পড়ার অভ্যাস। তিনি দেশ ও সমাজের বাস্তবিক প্রেক্ষাপট নিয়ে কবিতা ও গল্প লিখেন। শুদ্ধ বাংলা সহজ সরল ছন্দ মাত্রায় লিখিত এ কাব্যগ্রন্থ। পেশায় গ্রাফিক্স ডিজাইনার।। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক পত্রিকাতে লেখালেখি করেন। কবিতা, গল্প, উপন্যাসসহ সাহিত্যের সকল ধাপেই রয়েছে তার বিচরণ। বই পড়া, বিজ্ঞান ও সাহিত্য চর্চা, ভ্রমনে প্রকৃতির সঙ্গে মিশে থাকা প্রধান শখ। তার প্রকাশিত কবিতা গ্রন্থ : অলসরাজ্য, আলোর অভিযাত্রী।