আধুনিক পৃথিবী আমাদের জন্য প্রতিটা দিন আরও কঠিন মনোজাগতিক জটিলতা, আরও গভীর ডিপ্রেশন, আরও তীব্র হতাশা বয়ে আনছে! পুঁজিবাদ, বস্তুবাদ, অতি চাহিদা—আমাদের বেঁচে থাকাকে নিত্যই করে তুলছে কঠিন থেকে কঠিনতর! চারদিকে বাড়ছে সুইসাইড, মার্ডার, ডিপ্রেশন! আমরা প্রাণপনে এখন মুক্তি চাই—আধুনিক জীবনের এইসব নানামুখী জটিলতা থেকে! আমরা উপভোগ করতে চাই, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত—আমাদের জীবনকে। আমরা হন্যে হয়ে পথ খুঁজছি মুক্তির! দিশা খুঁজছি সিরাতুল মুস্তাকিম—সহজ সুন্দর একটা পথের! কিন্তু একবার চোখ খুলে দেখছি না, নবিজির পূর্ণাঙ্গ পবিত্র জীবন! যে জীবনের দিকে তাকালেই মিলে যেত আমাদের মুক্তি! . Enjoy Your Life | সুখময় জীবনের সন্ধানে—পৃথিবীবিখ্যাত এক সিরাত পেসক্রিপশন। নবিজীবনের আলোকে আমাদের জীবনের সমস্ত সমস্যা সমাধানের জন্য সবচেয়ে গোছানো ও সুন্দর পাথেয় দিয়ে ভরপুর এক বই। গত কয়েকবছরে পৃথিবীতে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে এ বই। অসংখ্য মানুষের জীবন আমূল বদলে দিয়ে, তাদের ফিরিয়ে এনেছে চুড়ান্ত হতাশার দ্বারপ্রান্ত থেকে। জীবনের বাঁকে বাঁকে আমরা সবসময়ই নানাবিধ সংকট ও জটিলতার মুখোমুখি হই। আমাদের জীবনে কষ্ট ও বিপদ যেমন সত্য, তেমনি আছে আল্লাহর মহান এক অনুগ্রহ—‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না’-এর মত আশার বাণী। আল্লাহর রহমত হয়ে আমাদের জন্য পৃথিবীতে এসেছিলেন হজরত মুহাম্মদ সা.। তারই পূর্ণ জীবন ও চরিত্রের আলোকে লিখা হয়েছে এই গ্রন্থ। যেন বেদনায় নুয়ে পড়া মানুষ খুঁজে পেতে পারে নবিজির জীবন থেকে সত্য পথের দিশা। জীবনের নানাবিধ সংকট ও ক্লান্তিতে বিপদগ্রস্থ মানুষ শান্তির খোঁজে, মুক্তির খোঁজে আশ্রয় নিতে পারে নবিজীবনের বাঁকে বাঁকে। আরব বিশ্বের প্রখ্যাত দায়ি ও লেখক ড. শায়খ মুহাম্মাদ বিন আব্দুর রহমান আরিফী লিখিত ‘সুখময় জীবনের সন্ধানে’ সিরাত, সাহাবায়ে কেরাম ও বুজুর্গানের দীনের জীবনের সারনির্যাস থেকে রচিত। একজন মুসলিমের সমগ্র জীবনের জন্য সবচেয়ে সুন্দর ও গোছানো এক পেসক্রিপশন এই গ্রন্থ! . বই : সুখময় জীবনের সন্ধানে লেখক : ড. শায়খ মুহাম্মাদ বিন আব্দুর রহমান আরিফী
জন্ম ১৯৭০ সালের ১৬ জুলাই। ইসলামের বিখ্যাত সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ (রা) এর বংশধর তিনি। মাত্র ৫০ বছর বয়সেই হয়ে উঠেছেন আরব জাহানের বিশিষ্ট বক্তা এবং লেখক। তিনি তার বক্তৃতা এবং লেখনীর মাধ্যমে আরবসহ পশ্চিমা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। হ্যাঁ! আমরা আর কারো কথা বলছি না, বলছি ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফীর কথা। দাম্মামে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করেন তিনি এবং রিয়াদের বাদশাহ সৌদ বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি। বিখ্যাত হাদীস বিশারদ শায়খ মুহাম্মদ ইবনে ইসমাইল, শায়খ আব্দুল্লাহ ইবনে কুউদ, শায়খ আব্দুর রহমান ইবনে নাসের আল-বাররাক প্রমুখ ব্যক্তিবর্গকে শিক্ষক হিসেবে পেয়েছেন মুহাম্মদ আরিফী। প্রায় পনেরো-ষোলো বছর ইবনে বায রহ. এর সাথে থাকার সৌভাগ্য হয় তার। তার জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর দাওয়াত দেওয়া। তাকে অনেক সময় ""দাওয়াত ইল্লাল্লাহ"" বলেও সম্বোধন করা হয়। তার বিভিন্ন স্থানে বক্তৃতা করার মূল কারণও এটি। বাজারে তার বক্তৃতায় অডিও-ভিডিও ক্যাসেট পাওয়া যায় যার দ্বারা উপকৃত হচ্ছে পুরো মুসলিম বিশ্ব। ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী বই রচনা করে চলেছেন মানবজাতির কল্যাণার্থে। ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী এর বই সমূহ প্রত্যেকটি বিক্রির সময় একটি আরেকটিকে ছাড়িয়ে রেকর্ড সৃষ্টি করেছে। ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী এর বই সমগ্র হলো ভার্সিটির ক্যান্টিনে, সুখময় জীবন উপভোগ করুন, তুমি সেই নারী, নবী-চরিত্রের আলোকে: জীবন উপভোগ করুন, রাগ করবেন না: হাত বাড়ালেই জান্নাত, কিতাবুল ফিতান, রোজা ও হজ্জের পয়গাম, নারী যখন রানী, তোমাকে বলছি হে বোন, আপনার যা জানতে হবে, রামাদান আল্লাহ’র সাথে সম্পর্ক করুন, যেভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকবেন ইত্যাদি।