"ব্যবসায় কাস্টমস আইনের প্রয়োগ" নামে এই বইটি মূলত কাস্টস বিভাগে কর্মরত কর্মকর্তা- কর্মচারী, কাস্টমস আইন প্রতিপালনে নিয়োজিত আমদানিকারক ও রপ্তানিকারক, বিভিন্ন এজেন্টস, বেসরকারি কন্টেইনার ডিপো, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, আইনজীবীগণ, ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সর্বোপরি কাস্টমস প্র্যাকটিস এর সাথে জড়িত সকলের কথা বিবেচনা করে প্রণয়ন করা হয়েছে। এই বইটি কোন মৌলিক প্রকাশনা নয়। তবে এই বইটির কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। এই বইটিতে কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ এবং কাস্টমস সংক্রান্ত বিভিন্ন বিধিমালা ও এই আইন ও বিধির অধীন জারীকৃত সকল হালনাগাদ প্রজ্ঞাপন এসআরও, স্থায়ী আদেশ, সাধারণ আদেশ, আমদানি নীতি আদেশ ও রপ্তানি নীতি, এডভান্স রুলিং সংযুক্ত করা হয়েছে। কাস্টমস আইনে প্রিন্সিপাল ও নজীর সৃষ্টিকারী উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ রায়সমূহ এই বইতে সংযুক্ত করা হয়েছে, যা কাস্টমস আইনের ব্যাখ্যার ক্ষেত্রে প্রয়োগ হতে পারে। যারা সিএন্ডএফ এজেন্ট, শিপিং এজেন্ট ও শুল্ক পরামর্শক হতে চান তাদের জন্যও বইটি সহায়ক হবে। লেখকগণের মধ্যে কাস্টমস প্রশাসনের স্বনামধন্য কর্মকর্তা থাকায় বইটিতে কাস্টমস আইন, সংশ্লিষ্ট বিধি, প্রজ্ঞাপন, সাধারণ আদেশ, মামলার নমুনা ও উচ্চ-আদালতের রায় উপস্থাপনের মাধ্যমে একটি স্বয়ংসম্পূর্ণ বই হিসাবে পূর্ণতা প্রদানের চেষ্টা করা হয়েছে। এ বইয়ের যেকোনো উদ্ধৃতি/বক্তব্য/লিখা আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হলে সেক্ষেত্রে আইন, বিধি, প্রজ্ঞাপন বা আদেশই প্রাধান্য পাবে। আমরা মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি, তার রহমত ও বরকতে এই বইটি লেখার মতো জটিল কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমাদের মা- বাবা, সহকর্মী ও শিক্ষকগণের প্রতি রইল অসীম কৃতজ্ঞতা। তাছাড়া আমাদের সহধর্মীনিদের ত্যাগের ফলেই এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে।
তিনি জাতীয় রাজস্ব বোর্ডে দ্বিতীয় সচিব (মূসক নীতি) হিসাবে কর্মরত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট হতে এম.বি.এ ডিগ্রী এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি হতে আন্তর্জাতিক ও উন্নয়ন অর্থনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। নতুন ভ্যাট আইন প্রণয়নের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। এছাড়া, তিনি মাঠপর্যায়ে বিভিন্ন ভ্যাট দপ্তরে সফলতার সাথে দীর্ঘদিন কাজ করেছেন। চাকুরীতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ World Customs Organization (WCO) হতে “সার্টিফিকেট অব মেরিট” প্রাপ্ত হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার একাধিক প্রকাশনা রয়েছে।