পোকেমন এমনই এক রাজ্য, অন্য কোনো রাজ্যের সঙ্গে যার তুলনা হয় না। এই রাজ্যে মানুষ যেমন বসবাস করে তেমনি বসবাস করে পোকেমন জীবজন্তু । মানুষেরা এই পোকেমন জীবজন্তুকে পোষ মানায়। তারপর তাকে নিয়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। এক কথায় বলা চলে সার্কাসের মতো। পোকেমন আশ্চর্য সব ক্ষমতার অধিকারী। তাই এই জীবজন্তুগুলোকে বলা হয়ে থাকে পোকেমন জীব। যে কোনো সময় বড় ধরনের একটা অঘটন ঘটিয়ে দিতে পারে তারা। জঙ্গলে তারা নির্ভয়ে বিচরণ করে। কেউ তাদের বিরক্ত করে না। তারা খেলাধুলা করে, সাঁতার কাটে, গাছের ডালে ডালে আনন্দ-ফুর্তি করে বেড়ায় নিশ্চিন্তে। তবে মানুষ যদি পোকেমন জীবকে পোষ মানাতে পারে তাহলে বিপদে-আপদে তারা মানুষের সাহায্য করতে এগিয়ে আসে। পোকেমন জীবের খেলা যেমন মানুষকে অবাক করে দেয়, অন্যদিকে তাদের আয়ের একটি উৎসও তৈরি হয়। যার ফলে কে কার চেয়ে ভালো খেলা দেখাবে তা নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়ে। সবচেয়ে ভালো খেলোয়াড়, একদিন হয়ে যায় পোকেমন মাস্টার। মানুষই সেই সব পশু-পাখি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করে থাকে। পোকেমন রাজ্যটা অনেক বড়। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কেউ কোনোদিন যায় নি। ইচ্ছে করলেও তারা যেতে পারত না। অনেক বাধা-বিপত্তি আছে। তাই এই অসম্ভব কাজ কেউ করতে পারে না।