গল্পকার আহমদ রাজু তার গল্পে বরাবরই সমাজের এমন কিছু চিত্র তুলে আনেন যেখানে দ্বন্দ্ব-সংঘাত, সংগতি-অসংগতি, জীবন-তৃষ্ণা, বিরহ-বোধ আবশ্যিক অনুসঙ্গ হয়ে ধরা দেয়। তিনি প্রেমকে সম্মুখ সারিতে উপ¯স্থাপন না করলেও গল্পের প্রতিটি পরতে পরতে মানব প্রেম লক্ষ্য করা যায়। নিজস্বতায় তার গল্পে বিচরণ করে আপন ভাষা ও সংস্কৃতি। বরাবরই দুর্বোধ্যতাকে তিনি না বলেছেন। এখানে গল্পকারের মুন্সিয়ানা প্রকাশ পায়। ‘নীল ঠোঁটে ঘুম’ গল্পগ্রন্থে আহমদ রাজু স্বকীয়তা বজায় রাখতে সড়্গম হয়েছেন। এ গল্পগ্রন্থে মোট ২০টি গল্প স্থান পেয়েছে। যে গল্পগুলি দেশ-বিদেশের জাতীয় ও আন্তর্জাতিক সংবাদপত্রে প্রকাশিত। ‘একটি চিত্রকর্ম ও অস্পষ্ট রহস্য’ গল্পে অরিন্দমের সাথে বহুবছর পরে জয়তীয় নাটকীয় দেখা হলেও ‘সেইতো এলে ফিরে’ গল্পে একটা ছোট্ট চিঠি রুনার জীবনের সমস্ত আশা-আকাঙ্খাকে ভেঙে তছনছ করে দেয়। ‘গহরজান’ গল্পে বৃদ্ধা গহরজান তাঁর সন্তনদের দ্বারা অত্যাচারিত হয়ে কেমন করে বেঁচে থেকেও মৃত্যুপরবর্তী জীবন থেকে ঘুরে এসেছিল তার নিখুঁত চিত্র ফুটে উঠেছে। ‘নীল ঠোঁটে ঘুম’ গল্পে কামালের সাথে শ্রাবন্তীল কিসের মনোদ্বন্দ্ব হয়েছিল? এসব প্রশ্নের উত্তর জানতে পাঠককে হারিয়ে যেতে হবে নীল ঠোঁটে ঘুমের স্পর্শে।