আধুনিক যুগে মানবসভ্যতা যে ভিত্তিগুলোর ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা ও শিক্ষার মান উন্নয়ন। তাই যেকোনো দেশের আর্থ—সামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নের যে বিষয়টি সবচেয়ে অতীব প্রয়োজন তা হলো শিক্ষা। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘সহকারী উপজেলা/ থানা শিক্ষা অফিসার (ATEO)' (নন—ক্যাডার)। এই পদে পরীক্ষার্থীদের তিনটি পর্যায় অতিক্রম করে কাক্সিক্ষত লক্ষ্যে পেঁৗছাতে হয়। তা হলো ১ম পর্যায়ে ১০০ নম্বরের MCQ. এই MCQ—তে বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের অংশ থাকে। ২য় পর্যায়ে : ২০০ নম্বরের Written Part—এ বাংলা, ইংরেজি, গণিত ও মানসিক দক্ষতা থাকে; সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রশ্ন থাকে। সর্বশেষ ও তৃতীয় ধাপে থাকে মৌখিক অংশ; যাতে ৫০ নম্বর থাকে। এই পরীক্ষায় চাকরি প্রত্যাশীদের অন্যান্য সরকারি চাকরি প্রতিষ্ঠানের চেয়ে প্রবল আগ্রহ থাকে। তবে সরকারি এসব প্রতিষ্ঠানেও নিয়োগ পরীক্ষার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভালো প্রস্তুতির মাধ্যমে যা সম্ভবপর হয়ে ওঠে। আস্থা প্রকাশন সব সময়ই চাকরি প্রার্থীদের প্রয়োজন ও চাহিদা পূরণে পূর্ণ সচেতন। তাই ATEO নিয়োগ পরীক্ষা সুন্দর ও কাক্সিক্ষত সাফল্যের প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিগত সালের MCQ ও Written—এর প্রশ্ন বিশ্লেষণে বাজারে নিয়ে এসেছে আস্থা সহকারী উপজেলা/ থানা শিক্ষা অফিসার (ATEO) নিয়োগ সহায়িকা। এই বইতে রয়েছে সহকারী উপজেলা/ থানা শিক্ষা অফিসার (ATEO) নিয়োগ পরীক্ষার বিগত সালের MCQ ও Written পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের নিভুর্ল ব্যাখ্যা ও সমাধান।