Tears and Poems Major Saroar Imran Mahmood (Retd) Dear readers I want to share some lines from the book "Tears and Poems" The beginning poem of the book is- Trance. Last night I had a dream I was transported to the land Where there is beauty and bliss And a crystal stream It is conventional, though not very logical, Modern Bangladeshi Poetry has already acquired a rich cornucopian legacy and the modernist tradition in Bangla poetry which go back to the decades of the 20th century. Pessimism, the sense of emptiness and desolation and the Sisyphean futility of life which have imparted all the creative verve and aesthetic excellence of Bangladeshi poetry and all modern poetry for that matter, had already become dominant themes. Major Saroar Imran Mahmood fulfils the requirement of poetry by being a pessimist but he barely qualifies on the score, since his pessimism is of a milder kind compared to that of some of his predecessors who exploited this theme of the full. Though a pessimist he also writes of dreams and dreams- fields of crops and destiny and some distant golden Millennium. Even then Saroar's poetry amply possesses other features, of modernity like allusiveness, asymmetry, occasional use of unfamiliar diction, creation of contrasting moods, and a general atmosphere of tedium and fatigue. magic realism and anti-poetry are two of his distinctive elements. Major Saroar has proved himself to be an able successor of the postmodernist Bangladeshi English poetry. Lastly, I want to share some fabulous lines from the excellent collection of poems- As we grow Older We lose our innocence As we climb up the ladder We remain tense. (Silent Cargo) Rezauddin Stalin Poet of Bangladesh.
কবি সরোয়ার ইমরান মাহমুদ (মেজর, অবসরপ্রাপ্ত) ১৯৭১ সালের ১৮ নভেম্বর নেত্রকোনা জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মাতুতালয়ে জন্মগ্রহণ করেন। ঢাকা মহানগরীতে বেড়ে ওঠা। তার আদিবাড়ি ব্রাম্মনবাড়িয়া জেলায়। তিনি মতিঝিল আইডিয়াল হাই স্কুল থেকে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উর্ত্তীন্ন হন। ১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ভ্রমন তার শখ। এ পর্যন্ত ইরাক, কুয়েত, সিয়েরালিওন, যুক্তরাজ্য,ভারত,নেপাল,থাইল্যান্ড, মালয়শিয়া এবং সিংগাপুর ভ্রমন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক। "Tears and Poems" তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ।