`কিশোর কানাইঘাট' সিলেট জেলার কানাইঘাট উপজেলার ইতিহাসবিষয়ক বই। কিশোরবান্ধব ভাষায় লেখা এ বইয়ের লক্ষ্য কানাইঘাটের কিশোর—তরুণ পাঠক যারা, তারা। জৈন্তা-কানাইঘাটের ইতিহাসবিষয়ক বইগুলো অনেকটা দুষ্পাঠ্য—পাঠ করলে মনে হয় এ ইতিহাস আমাদের নয়, দূর দেশের! অথচ, কিশোরমন দুর্বোধ্য ভাষার পাঠোদ্ধারে ক্লান্ত হতে চায় না। তাদের জন্য প্রয়োজন সহজসরল বই—কিশোর কানাইঘাট এ প্রয়োজন পূরণের উদ্দেশ্য রচিত। ছন্দবদ্ধ, ঢেউখেলানো, সুমধুর এক কাব্যভাষায় নির্মিত—‘কিশোর কানাইঘাট’। নেই কাল্পনিক কথাবার্তা, বাগাড়ম্বর, অতিকথন; তবু এক অদ্ভুত মুগ্ধতা গ্রাস করে, পাঠক হয়ে ওঠেন বিস্ময়াভিভূত। ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা-সংস্কৃতির চর্চা একটি জনগোষ্ঠীর প্রাণস্পন্দন—যা হারিয়ে যাওয়ার মানে জাতিসত্তার অস্তিত্ব হারিয়ে যাওয়া। কিশোর কানাইঘাট প্রায় হারিয়ে যাওয়া সে প্রাণসম্পদ উদ্ধার করেছে, কাগজের পাতায় বুনেছে নিপুণ অক্ষরে। প্রাগৈতিহাস থেকে জৈন্তার রাজদরবার, রাজসিংহাসন, ফতেহ খাঁর শাহাদাত, কানাইঘাটের লড়াই, গণভোট, শিক্ষা, সাংবাদিকতাসহ জনপ্রতিনিধিদের নিপুণ বর্ণনা রয়েছে বইয়ে। এ বই পাঠকের জন্য শ্রেষ্ঠ এক উপহার। ঘরে—ঘরে, হাতে—হাতে কিশোর কানাইঘাট পৌঁছানো অতীব জরুরি।