ভাদেশ্বরী সৈয়দ পরিবারের সুখ্যাতি দ্বীনি পরিমণ্ডলে সুপ্রাচীন। ৩৬০ আউলিয়ার অন্যতম শাহ সৈয়দ বাহাউদ্দিন বাগদাদী (রহ.) সিলেটের মাটিতে এসে তাঁর শারিরীক সৌন্দয্যের্র জন্য শাহপুতলা হিসেবে আখ্যায়িত হয়েছিলেন। অতঃপর তাঁর ‘বাহাদেসরে’ বসতি স্থাপন, সংস্কার কাজ এবং ওফাত লাভ প্রবাদপ্রতিম ইতিহাস হয়ে রয়েছে। ১৯৫৫ সালে তদীয় উত্তর পুরুষ সৈয়দ মঈনুদ্দীন মোহাম্মদ ‘বাহাদেসরে হযরত শাহ সৈয়দ বাহাউদ্দিন বাগদাদী (রহ.)’ নামে একটি মুদ্রিত গ্রন্থ প্রকাশ করেন। যদ্দুর মনে হয়, এটিই এই সৈয়দ পরিবারের বিষয়ে প্রথম মুদ্রিত গ্রন্থ তথা ‘নছবনামা’। ইতোপূর্বে ভারতীয় সৈয়দদের রীতি অনুযায়ী এঁদেরও হস্থলিখিত নছবনামা ছিল। রাসুল (সা.)—এর হাদিস মোতাবেক তাঁর আহলে বায়েত তথা বংশবাসীর জন্য কিছু সীমাবদ্ধতা এবং আওলাদে রাসুল হিসেবে নিজেদের দায়িত্ববোধের স্মারক হিসেবে এই নছবনামা সংরক্ষণ ছিল জরুরী। ২০০৮ সালে সৈয়দ নাদির আহমদ কিছু স্মৃতি—শ্রম্নতি সহযোগে ‘সিলসিলা—ই শাতপুতলা (রহ.)’ নামে নছবনামাটি পুনর্মুদ্রনকরেন। যেহেতু ভাদেশ^রী সৈয়দরা মূলত তাবলীগি উদ্দেশ্যে ভারতের ধর্মনগর, বাংলাদেশের বড়লেখা, ফেঞ্চুগঞ্জ, হবিগঞ্জ প্রভৃতি অঞ্চলে বসতি গড়েছেন এবং এখন জীবন—জীবীকার প্রয়োজনে সারা দুনিয়ায় ছড়িয়ে আছেনÑ সেই হেতু বইটির সংশোধন, সংযোজন তথা পরিমার্জনে প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন এবং সেই নিরিখে গ্রন্থটির পুনর্মুদ্রণ হলো।