আমরা দুনিয়ায় মজে থাকি। যত বেশি মজি, অস্থিরতা ততই বাড়ে। অস্থিরতায় শান্তি খুঁজি—আরও বেশি দুনিয়া কামাই, দুনিয়ায় আরও বেশি মজে যাই; পরিণামে, শান্তি আর মেলে না। অশান্তি-অস্থিরতা প্রতিনিয়ত শুধু বাড়তেই থাকে। মৌমাছি মিঠাইয়ে বসে। কিছুক্ষণ খাওয়ার পর যায় ফেঁসে। তারপর যত বেশি ছোটার চেষ্টা করে, ততই ফাঁসতে থাকে। আমাদের দশাও ঠিক এমনই। শান্তির খোঁজে ছুটেই চলেছি; কিন্তু শান্তির দেখা পাচ্ছি না। অথচ আমরা জানি—শান্তি আছে শুধুই নামাজে। শুধু নামাজই পারে দিলের সুকুন মিলিয়ে দিতে; বড়ো প্রশ্ন—কোন সে নামাজ? সেই নামাজ, যে নামাজে আছে খুশুখুজু; আছে নামাজের জ্ঞান, আর নামাজের ধ্যান। খুশুখুজুর নামাজ কেমন, কীভাবে, কোন উপায়ে, জানতে চান? এই বইটি খুশুখুজুর নামাজ নিয়েই। আমরা দুনিয়ায় মজে থাকি। যত বেশি মজি, অস্থিরতা ততই বাড়ে। অস্থিরতায় শান্তি খুঁজি—আরও বেশি দুনিয়া কামাই, দুনিয়ায় আরও বেশি মজে যাই; পরিণামে, শান্তি আর মেলে না। অশান্তি-অস্থিরতা প্রতিনিয়ত শুধু বাড়তেই থাকে। মৌমাছি মিঠাইয়ে বসে। কিছুক্ষণ খাওয়ার পর যায় ফেঁসে। তারপর যত বেশি ছোটার চেষ্টা করে, ততই ফাঁসতে থাকে। আমাদের দশাও ঠিক এমনই। শান্তির খোঁজে ছুটেই চলেছি; কিন্তু শান্তির দেখা পাচ্ছি না। অথচ আমরা জানি—শান্তি আছে শুধুই নামাজে। শুধু নামাজই পারে দিলের সুকুন মিলিয়ে দিতে; বড়ো প্রশ্ন—কোন সে নামাজ? সেই নামাজ, যে নামাজে আছে খুশুখুজু; আছে নামাজের জ্ঞান, আর নামাজের ধ্যান। খুশুখুজুর নামাজ কেমন, কীভাবে, কোন উপায়ে, জানতে চান? এই বইটি খুশুখুজুর নামাজ নিয়েই।