স্বাধীন দেশের দ্রষ্টা, সর্বকালে শ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা একটি বিশেষ ছড়ার বই বলা যায় এ বইটিকে। বঙ্গবন্ধুর এতই বিশালতা ও আত্মত্যাগ এই বাংলাদেশ নির্মাণে, যা শুধু ছড়া-কবিতা লিখেই শেষ করা যায় না। তার সমগ্র জীবনে অসংখ্যবার জেল-জুলুম-অন্যায়ের স্বীকার হয়েছেন তিনি, কিন্তু দেশপ্রেম থেকে একটুও বিচ্যুত হননি। পাকিস্তানি শাসকদের অবিচারের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার ছিলেন। বাংলাদেশের ইতিহাসে তার স্থান চিরস্থায়ী। ১১টি ছড়ার সম্মিলনে এ বইটি প্রকাশিত হয়েছে ফেব্রæয়ারি ২০১৯ সালে। মঈনুদ্দীন শামীম শিশু-কিশোরদের জন্য অনেক দিন ধরে লিখছেন। তার লেখায় নৈতিকতা ও দেশাত্মবোধ প্রবল। একজন খাঁটি বঙ্গবন্ধুপ্রেমী হিসেবে তার এই নিবেদন আমাদেরও সমৃদ্ধ করবে। ‘মুজিব তুমি কেমন আছো টুঙ্গিপাড়া গ্রামে, জোনাক জ্বলে তোমার গাঁয়ে সন্ধ্যা যখন নামে। জ্বলছে আলো হাজার তারা জ্বলছে ভুবনময়, তোমার নামে সুরের ধারা ছড়ায় জগৎময়।’ ‘মুজিব তুমি’ ছড়ায় এমন আবেগঘন প্রকাশ করেছেন ছড়াকার মঈনুদ্দীন শামীম। ছড়ায় শব্দের ব্যবহারে হতে হয় সচেতন। কিছু কিছু নরম কোমল স্বাপ্নিক শব্দ আছে যা আমাদের হৃদয়স্পর্শ করে। আমাদের অনুভ‚তিকে দোলা দেয়। এসব শব্দ নির্বাচন করে যদি সঠিক প্রয়োগ করা যায় তবে ছড়াটি হয়ে ওঠে সবার প্রিয়। এই ছড়ার বইটিতে মুজিবকে নিয়ে লেখা ছড়াগুলো খুবই সহজ-সরল ও মর্মস্পশী। একজন নেতা, একজন পিতা, একজন রাষ্ট্রপতি, একজন কিশোর, একজন বিদ্রোহী, একজন যুদ্ধজয়ী বীর হিসেবে নানা ছন্দের দোলাচলে মুজিবকে উপস্থাপন করেছেন ছড়াকার। ‘আমরা কিন্তু কেউ ভুলিনি কখনো তোমায়, সবার মাঝে হাসছো তুমি ঐ যে দেখা যায়। তুমি আজও মিশে আছো শাপলা সবুজ ঘাসে, তোমার নামে জুঁই-মালতী, চম্পা-পারুল হাসে। এমনি ভাবে আছো তুমি সারা বাংলার ঘরে, তোমার ছোঁয়ায় প্রাণ ফিরে পায় বৃষ্টি যখন ঝরে। তাইতো তোমায় সবাই মিলে স্মরি রাত ও দিন, তোমার নামে বাজায় সবাই স্বাধীনতার বীণ।’ একটি শোষিত-বঞ্চিত-নির্যাতিত জাতিকে মুক্তির পথে নিয়ে একটি স্বাধীন দেশের স্বপ্নকে বাস্তবে রূপদান করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু এটা খুবই দুঃখজনক যে, স্বাধীন দেশে কিছু বিপথগামী সেনাদের গুলিতে তাকে সপরিবারে নিহত হতে হয়েছে! এই শোক এবং লজ্জা আমাদের চিরকাল বয়ে বেড়াতে হবে। এই সব করুণ কালো ইতিহাসকে মুছে দিয়ে আমরা আমাদের আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রেরণা জোগাতে এসব ছড়া-কবিতা-গল্পের বই বেশি বেশি পাঠদানে উৎসাহী করব।