২১টি ছড়া নিয়ে ঝকঝকে রঙিন ছবির সাথে ‘কথারা মেলেছে পাখা’ বইটি প্রকাশিত হয়েছে। বোর্ড বাঁধাই এবং আর্টকার্ডে ছাপানো বইটির সেলাই বাঁধাই অসাধারণ। যেকোনো অনুষ্ঠানে বইটি উপহার হিসেবে খুবই উপযুক্ত হবে। ছড়ামাত্রই ছন্দের এক দোলা। হেঁটে হেঁটে, নেচে নেচে ছড়া পাঠ করা যায়। ছড়ার এমনই একটি গুণ যে ছড়া আবৃত্তি করলে দর্শকের মনোযোগ অন্যদিকে নেওয়া যায় না। ছড়া হলো ঘোড়ার লাগামের মতো। জুবাইর জসীম শিশু-কিশোরদের জন্য লিখছেন অনেক দিন ধরে। তিনি পেশায় একজন শিক্ষক। ফলে শিক্ষার্থীদের মনোভাব বোঝা তার জন্য খুবই সহজ। আর এ সুযোগটিই তিনি কাজে লাগিয়েছেন ছড়া রচনার ক্ষেত্রে। আমাদের স্বাধীন দেশের স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রয়েছে এ বইয়ে বেশ কয়েকটি ছড়া। এগুলো হলো―বঙ্গবন্ধুর হাতে গড়া, আজকে খোকার জন্মদিনে, সেই তর্জনী, যুদ্ধজয়ের নেতা, মুজিব তোমার হাসি, তোমার শোকে এবং মহারাজা। ‘সেই তর্জনী’ ছড়ায় ছড়াকার লিখেছেন― ‘বঙ্গবন্ধু তর্জনী এক সম্মোহনী সুর মিছিল মিটিং প্রতিবাদের ঢেউয়ের সমুদ্দুর। তর্জনী নয়, সে এক অমোঘ নির্দেশিত দিক মুক্তিকামী বীর বাঙালি বুঝল সেটা ঠিক।’ মুজিব তোমার হাসি ছড়ায় লিখেছেন― ‘লাল সবুজের এই পতাকায় মুজিব তুমি হাসো শিশির ঝরা সাতসকালে ঘাসের ডগায় ভাসো। বাংলা মায়ের ঘরে ঘরে মুজিব তোমার ছবি তোমার নামে কাব্য বানায় আমার দেশের কবি।’ এ ছাড়াও বইটিতে রয়েছে আমাদের বাঁশখারী, সাদা মেঘ ভাসে, চৈত্রের গরমে, ফালগুনি দিন, মেঘের বুকে শিরোনামে ছড়া। এ ছড়াগুলোতে ছড়াকারের গ্রাম, প্রকৃতি, মানুষ, পশুপাখি ইত্যাদির স্মৃতি ও সৌন্দর্য তুলে ধরেছেন। ছড়ার যে আবেদন তা শুধু আনন্দদানই না। ছড়ার মধ্যে দিয়ে একধরনের বার্তা ও চেতনাকে মজবুত করে। ছড়া ইতিহাসকে ধারণ করে তা ছড়িয়ে দেয় সবার মাঝে। ছড়ার ঝঙ্কারে মনের মধ্যে যে আন্দোলন তৈরি হয় তা যেন কিছুতেই আর স্তিমিত হতে চায় না। এ বইটির ছড়া তোমরা যারা পাঠ করবে তারা জানতে পারবে আমাদের দেশের ইতিহাস ও সৌন্দর্যের কথা। বন্ধুদের সাথে একত্রে বসে আবৃত্তি করলে আরো বেশি আনন্দ পাওয়া যাবে। বইটি সবার মাঝে আরো বেশি সমাদৃত হোক পাঠকের হাত ধরে ধরে।