স্টাইলিস্টিক্স’ পদ্ধতিতে বর্তমান গ্রন্থে ১৯৪৭ পরবর্তী বাংলাদেশের পাঁচজন ঔপন্যাসিকের [শওকত ওসমান (১৯১৯-১৯৯৮), সৈয়দ ওয়ালীউল্লাহ্ (১৯২২-১৯৭১), শহীদুল্লা কায়সার (১৯২৬-১৯৭১), আলাউদ্দিন আল আজাদ (১৯৩২-২০০৯) ও জহির রায়হান (১৯৩৩-১৯৭২)] রচিত উপন্যাসের ভাষাশৈলী বিচার ও বিশ্লেষণ করা হয়েছে। ভাষাশৈলী বিশ্লেষণে উক্ত পাঁচজন ঔপন্যাসিকের নির্বাচিত শ্রেষ্ঠ উপন্যাসে ব্যবহৃত বাক্যের আকৃতি, বাক্যের গঠন প্রকৃতি, বাক্যের পরিসংখ্যান, বাক্যের পদক্রম, ভাষারীতির ব্যবহার, বাক্যে বিভিন্ন শব্দের ব্যবহার (সংস্কৃত বা তৎসম শব্দ, বিদেশি শব্দ, আঞ্চলিক শব্দ, অপরিচিত/অপ্রচলিত শব্দ, ধ্বনি পরিবর্তিত শব্দ, দ্বিরুক্ত ও অনুকার শব্দ, সমাসবদ্ধ ও সন্ধিযুক্ত শব্দ, উচ্চারণ অনুযায়ী বানান, ভুল বানান, একই শব্দের ভিন্ন বানান, ব্যাকরণ বহির্ভুত শব্দ), বিরামচিহ্নের ব্যবহার, প্রবাদ-প্রবচন বা বাগ্ধারা ও নীতিকথার ব্যবহার, অলঙ্কারের ব্যবহার এবং অধ্যায় বিন্যাস সনাক্ত করা হয়েছে। এরপর স্বতন্ত্রভাবে প্রত্যেক ঔপন্যাসিকের গদ্যরীতির বিশেষ দিকগুলো তুলে ধরে ভাষার স্টাইল চিহ্নিত করা হয়েছে। উপসংহারে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরস্পরের ভাষাশৈলীর তুলনামূলক পর্যালোচনা ও বিশ্লেষণ করা হয়েছে।