আনোয়ার হোসেন মিছবাহ্ মূলত কবি ও সংস্কৃতিকর্মী, প্রাবন্ধিক, গল্পকার ও গীতিকার। তিনি বেশ কিছুদিন সাংবাদিকতায় যুক্ত ছিলেন। সম্পাদনা করেছেন ‘কাশবন’ নামক ছোটোকাগজ। এখনও পত্রপত্রিকায় নিয়মিত কলাম ও প্রবন্ধ লিখছেন। তিনি বাংলাদেশের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে গবেষণা করেছেন। গবেষণা করেছেন, সিলেটের আম্বরখানা মৌজার চাষনিপির মাজারের বানর এবং ইঁদারা বা কুয়া নিয়েও। এছাড়াও এনজিও—কর্মকর্তা হিসেবে ঘুরে বেড়িয়েছেন সমগ্র বাংলাদেশ। তাঁর গবেষণাকর্মগুলো গ্রন্থ আকারে প্রকাশের অপেক্ষায় আছে। তাঁর গদ্যের হাত খুব ভালো। কবিতা, লিমেরিক, গল্প, প্রবন্ধ বা নিবন্ধ এক কথায় অনন্য। তিনি ‘ঢিলেকাব্য’ নামে প্রথম কবিতাগ্রন্থ প্রকাশ করেন। পয়ার ছন্দে বিন্দু কবিতা লিখে বোদ্ধামহলে সুনাম কুড়িয়েছেন। তারপর চতুষ্পদী কবিতায় ‘ছেঁড়া পঙ্ক্তি’ ও নানা বৈচিত্র্যের ঠাসবুনটে ‘একবাক্স দীর্ঘশ্বাস’ নামের কবিতাগ্রন্থেও মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। তাঁর ‘মনের মেঘে পাখনা মেলে’ চমৎকার একটি আধুনিক গানের সংকলন। এই গ্রন্থের অনেক গান ইতোমধ্যে প্রতিষ্ঠিত শিল্পীদের দ্বারা গীত হয়েছে এবং শ্রোতার হৃদয় ছুঁয়েছে। বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা, ভিডিও নির্মাণ ও অভিনয়ে তাঁর প্রতিভার স্বাক্ষর বিদ্যমান। সম্প্রতি শিল্প—সাহিত্য ও মুক্তিযুদ্ধ নিয়ে ‘নোঙর’ @ঘঙঘএঅজ নামে গবেষণাধর্মী একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। তাঁর গীতিকবিতার গ্রন্থ ‘দমের কারিগর’ প্রকাশের আগেই দুই বাংলার বেশ কজন শিল্পীর কণ্ঠে নেট দুনিয়ায় সাড়া ফেলেছে। আশা করি বইটি প্রকাশের পর সব কটি গীতিকবিতাই সমাদৃত হবে। শিল্পীদের কণ্ঠে শ্রোতার মন জয় করবে।