পরিবেশ বিপর্যয়ে দ্রুত বদলে যাচ্ছে গোটা পৃথিবীর জলবায়ু। বহু বছর ধরে অতিরিক্ত কার্বন নিঃসরণ আর বনউজাড় চলতে থাকায় বাড়ছে ভূ-পৃষ্ঠ তথা বায়ুমণ্ডলের তাপমাত্রা। এতে বরফ গলার হার বেড়েছে মেরু অঞ্চল ও হিমালয়ে। রুদ্র রূপ নিচ্ছে আবহওয়া, বিজ্ঞানীরা যাকে বলছেন এক্সট্রিম ওয়েদার। এ মুহূর্তে বেড়েছে ঝড়-ঝঞ্ঝা, বন্যা, খরা। কয়েক দশকের মধ্যে সাগরে তলিয়ে যেতে পারে অনেক দ্বীপরাষ্ট্রের নিাঞ্চল। বিপর্যস্ত হতে বসেছে বিভিন্ন অঞ্চলের কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্যসহ মানুষের সামগ্রিক জীবনযাত্রা। শুধু তা-ই নয়, পৃথিবী নামের এই গ্রহের অস্তিত্বই বিপন্ন হওয়ার মুখে। পরিবেশ, জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের নানা দিক নিয়ে বিভিন্ন সময়ে আমার কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে কালের কণ্ঠ, সমকাল, মুক্তকণ্ঠ এবং উন্নয়ন বিষয়ক জার্নাল উন্নয়ন পদক্ষেপ-এ। পুরোনো লেখাগুলোর হালনাগাদ রূপ এবং আরো কয়েকটি নতুন লেখা নিয়ে এ বই। কোপেনহেগেনে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনের নানা তথ্যও তুলে ধরা হয়েছে এতে। আছে পরিবেশ ও উন্নয়নের সম্পর্ক নিয়েও একটি নিবন্ধ। কেন এবং কাদের জন্য এই পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তন তাও জানা যাবে এ বই থেকে।