পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। দীর্ঘ এগারো মাস শেষে বইটির অনুবাদ সমাপ্ত হলো। গত ১৮ মে ২০২২ জনাব সিদ্দিক মাহমুদুর রহমানের ফেসবুক পোস্ট মারফত ’দি রেইপ অব দি ইন্ডিয়া’ অনুবাদের ব্যপারে জানতে পারি। উক্ত পোস্টে তিনি বইটি যৌথভাবে অনুবাদ করতে একজন আনাড়ি বা শিক্ষানবিশের খোঁজ করেন। পরবর্তীতে তাঁর সাথে যোগাযোগ করে আগ্রহের কথা জানালে কয়েক পৃষ্ঠা পরীক্ষামূলক পাঠিয়ে অনুবাদ করতে বলেন। প্রায় এক মাস পর অনুবাদ শেষে পরীক্ষামূলক অনুবাদটি পাঠালে তিনি প্রশংসাসহ আমাকে অনুবাদকর্মে যুক্ত করেন। এর মাঝে গত দশ মাস ধরে চলে আমাদের মেসেঞ্জারে যোগাযোগ ও অনুবাদ। যুক্তরাজ্যের জুলিয়ান প্রেস থেকে ১৯৬৬ সালে প্রকাশিত, অ্যালেন এডওয়ার্ডস ও ডিএ কিন্সলে কর্তৃক রচিত ‘দি রেইপ অব ইন্ডিয়া: রবার্ট ক্লাইভের জীবনী এবং হিন্দুস্তান জয়ের যৌন ইতিহাস’ এক রোমাঞ্চকর গ্রন্থ। বইটি রচিত হয়েছে অষ্টাদশ শতাব্দীর ইংরেজ নৈতিকতা, ভন্ডামি এবং দুর্নীতির বিস্তৃত ইতিহাস নিয়ে। এই বইটিকে প্রাথমিক উৎসের এক চমৎকার গবেষণা বলা যেতে পারে। এতে রয়েছে ক্লাইভের জীবনচরিত। তবে এতে তার যৌনাঙ্গ এবং তার যৌন জীবন সম্পর্কে তার চেয়েও বেশি আলোচনায় ভরপুর। তার সুন্নত সম্পর্কে রয়েছে একটি পুরো অধ্যায়! দূর্ভাগ্যজনক হলেও সত্যি যে এতে ভারতীয় জনগণের বিরুদ্ধে তার অপরাধ সম্পর্কে যথেষ্ট বর্ণনা নেই। তবে আপনি নিজেই বিন্দুগুলিকে সংযুক্ত করতে পারেন, কারণ তার প্রস্থানের কিছুদিন পরেই দশ মিলিয়ন ভারতীয় মানুষ অনাহারে মারা গিয়েছিল। দুর্ভিক্ষের সময় ব্রিটিশরা ভারতে কর বাড়িয়েছিল এবং ক্লাইভ ব্রিটেনের সবচেয়ে ধনী নাগরিক হয়ে ওঠেন। এই বইয়ের ভাষায় মাঝে মাঝে অপ্রচলিত শব্দ, বিশেষ করে উদ্ধৃতিতে ভরা। এছাড়াও, ফরাসি, গ্রিক ও ইংরেজি প্রবাদ-প্রবচন ও বাগধারার ব্যবহার অনুবাদকর্মে ধীরগতি আনলেও সামগ্রিকভাবে পাঠযোগ্য। আশাকরি বাংলাদেশের পাঠকরা এই বই থেকে নতুন অনেক তথ্য ও গবেষণার মশলা খুঁজে পাবেন।