প্রফেসর ড. এম শমশের আলী “রিডিসকভার ইসলাম” গ্রন্থে দুই বন্ধুর মধ্যে প্রাণবন্ত আলোচনার বিন্যাসের মধ্য দিয়ে ইসলামের ওপর আলোকপাত করেছেন এবং প্রতিদিনের জীবনে মুসলিম পরিবারের তরুণদের মনে সাধারণত কিছু প্রশ্নের ব্যাপারে অনেক ভুল ধারণাকে তিনি সহজ সরল ব্যাখ্যা-বিশ্লেষণ ও পর্যালোচনার মাধ্যমে পরিষ্কার করেছেন। শুধু তাই নয়, তিনি কুরআনের বিজ্ঞান সম্পর্কিত আয়াতগুলোর গুরুত্ব ও তাৎপর্যকে অত্যন্ত প্রাণবন্ত আলোচার সাহায্যে তুলে ধরেছেন। বাস্তব অভিজ্ঞতায় তিনি দেশে ও বিদেশে অবস্থানরত মুসলিম পরিবারের তরুণদের মনে যে বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব ও শঙ্কা থাকে এবং যে বিষয়গুলো তাদের অজানা এমন সব বিষয়কে যুক্তিপূর্ণ ব্যাখ্যার আলোকে উপস্থাপন করেছেন। যাতে তরুণরা ইসলামকে নতুন করে জানতে পারে। বিশেষত দেশ বিদেশের ইংলিশ মিডিয়ামে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীগণ এই গ্রন্থের মাধ্যমে ইসলামকে নতুনভাবে জানতে ও বুঝতে পারবে। তাদের জীবনের উন্নতিতে এবং সমস্ত ধর্মের লোকদের সাথে শান্তিপূর্ণভাবে জীবনযাপনের ক্ষেত্রে এর ব্যবহারিকতা এবং মূল্যবোধের শিক্ষা তাদের পথ দেখাবে এবং অন্যদের প্রভাবিত করতে ভূমিকা রাখবে। তাদের জীবন-শৈলী এবং আচার-আচরণকে উন্নত করে তুলতে গ্রন্থটি বিশেষ ভূমিকা রাখবে। বইটি পড়ার মাধ্যমে তরুণ মনের ভেতর ইসলামিক নানা বিষয়ে অন্তর্দ্বন্দ্ব ও ধারণাগত অনেক ভুল বোঝাবুঝিও দূর হবে। এটি তরুণদের মনে ইসলামকে নতুন করে জানার এক বিশেষ উপহার। বইটি সব ধরনের পাঠকের হৃদয়কে জ্ঞানের আলোয় আলোকিত করে ইসলামের অনুপম সৌন্দর্য ও মূল্যবোধের শিক্ষাকে সমুন্নত রাখতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।