জীবনের অধ্যায় ”একটি পূর্ণিমার চাঁদ খুজেছি জীবনের প্রয়োজনে” হয়ত এমনি করে প্রতিটা মানুষ আমরন খুজে বেড়ায় আপন অস্তিত্ব জীবনের প্রতিটি অধ্যায়ে। হয়ত কখন তার ঠিকানা খুজে পায় কিংবা কখনও বা পায় না,তারপরও খুজে চলে আপন গন্তব্যের পথরেখা ধরে। সে পথে কাটা,পাথর কিংবা কাদাময় যাই থাকুক না কেন তারপরও ছুটে চলে অদম্য আবেগ মনে। এখানে তরুন কবি শেখর চন্দ্র সরকার টুটুল তার কবিতায় তেমনি করে কখনও স্রষ্টার প্রেম কখনও বা প্রেয়সীনীর কামনা করেছে অতৃপ্ত মনের পিয়াসা নিবারনে। কোথায় আবার দেশপ্রেমের গভীরে ডুব দিযেছেন নিজের মন উজার করে। প্রকৃতির মাঝে হারিয়ে গেছেন সমাজ সভ্যতার নষ্টামিকে দু'পায়ে মারিয়ে। তার এই লেখা কাব্যগুলো সমসাময়িক বিষয় জ্ঞান সত্যি অসাধারনভাবে উপস্থান করতে সচেষ্ট ছিলেন তিনি। একজন বাস্তববাদী মানুষ জীবনকে কত দৃষ্টিভঙ্গীতে পাঠকের সামনে উপস্থাপন করতে পারেন তার লেখা একাগ্রচিত্তে পাঠ না করলে বোধগম্য হবে না। যদি তার মতো করে সমাজ সভ্যতার সবাই একটি বার চিন্তা করতে পারতো তাহলে হয়ত অদূর ভবিষ্যতে মু্নুষ্যত্ব বিলিন হওয়া থেকে রক্ষা পেতো এবং একটি সুন্দর সাজানো জীবনের অধ্যায় খুজে পাওয়া যেত আগামী বির্নিমাণে।