প্রিয় পাঠক! জীবনের শুরু থেকে আমি চেয়েছি, সবাইকে জীবনের গল্প শোনাতে; সেই গল্প যাতে রয়েছে, জীবনের প্রতি শিশিরসিক্ত মমতা, জীবনকে পরিচ্ছন্ন ও পবিত্র রাখার ঐকান্তিক প্রচেষ্টা! সেই গল্প যা মানুষকে হাত ধরে নিয়ে যায় জীবনের অনন্ত রহস্যের কাছে, জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যের কাছে। নিজেকে এবং সবাইকে আমি বলতে চেয়েছি, উদ্দেশ্যহীন জীবনের চেয়ে, সুন্দর উদ্দেশ্যের পথে মৃত্যু অনেক আনন্দের, গৌরবের ও গর্বের। তখন বোধহয় আমার কথা শোনবার কিছু মানুষ ছিলো, কিন্তু ছিলো না বলার সুযোগ। কিছু বলার জন্য প্রয়োজন কিছু উপকরণের এবং কিছু সহায়ক আয়োজনের। আমার সামনে তা ছিলো না। আজ হাতের কাছে কিছু উপকরণ আছে এবং আছে সহায়ক কিছু আয়োজন, কিন্তু শোনবার বোধহয় এখন কেউ নেই। প্রযুক্তির মোহে জীবন যেন এখন তুচ্ছ! তাই উদ্দেশ্যহীন একটা সেলফির জন্য মৃত্যুকূপে ঝাঁপ দেয়ার বেদনাদায়ক ঘটনা আমাদের পৃথিবীতে, আমাদের দেশে, আমাদের সমাজে ঘটছে, ঘটতে পারছে। প্রিয় পাঠক! উদ্দেশ্যহীন জীবনের অন্ধকার থেকে উদ্দেশ্যসমৃদ্ধ জীবনের আলোর দিকে আমাদের যে অভিযাত্রা, তাতে শামিল হওয়ার আহ্বান জানিয়ে দীর্ঘদিন পর পুষ্পের বর্তমান সংখ্যা আপনার হাতে তুলে দিলাম। আমার অন্তরের স্নিগ্ধ কামনা, আপনি সুখে থাকুন; জীবনের সব রহস্য আপনার সামনে উন্মোচিত হোক; জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি আপনার হৃদয়ে আকুতি জাগ্রত হোক। সুন্দর জীবনের পথ ধরে সুন্দর মৃত্যুর সন্ধানে আপনার অভিযাত্রা সফল হোক। জীবন ও মৃত্যুর মাঝখানে যে দীর্ঘ দুর্গম পথ, তাতে আমরা আপনার সহযাত্রী হতে চাই।