ক্ষণজন্মা আলিমে দীন ও সমাজ সংস্কারক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ.)-এর জীবন, কর্ম ও চিন্তাধারা নিয়ে প্রচুর লেখালেখি ও গবেষণা হওয়া ছিল সময়ের অনিবার্য দাবি। দুঃখজনক ব্যাপার হল কোনো এক অদ্ভুত কারণে সেটা হয়নি। আস-সুন্নাহ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি মুহতারাম আব্দুর রহমান ‘যুগের মহান দাঈ’ নামে স্যারকে নিয়ে ছোট্ট একটি বই লিখেছেন।প্রিয় ভাই মাওলানা ইমদাদুল হক দীর্ঘদিন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ.)-এর নিবিড় সান্নিধ্য পেয়েছেন। স্যারের জীবদ্দশায়, এমনকি মৃত্যুর পরও স্যারের বইগুলোর ভাষাগত সম্পাদনা ইমদাদ ভাই করেছেন, এখনো করছেন। স্যার (রাহ.) তাঁর সাথে বইয়ের ভাষাগত দিক ছাড়াও ইলমি ও নানাবিধ বিষয়ে পরামর্শ ও মতবিনিময় করতেন। দীর্ঘ সান্নিধ্যের কারণে অন্য অনেকের চেয়ে স্যারের জীবনাচার ও চিন্তা সম্পর্কে ভালো জানেন প্রিয় ইমদাদ ভাই।‘সুন্নাতে উদ্ভাসিত যে জীবন’ একজন প্রাজ্ঞ অনুচরের চোখে দেখা স্যার (রাহ)-এর আলোকোজ্জ্বল জীবনের টুকরো টুকরো স্মৃতির আলেখ্য। আমাদের সময়ের ক্ষণজন্মা এই মনীষীকে অত্যন্ত চমৎকারভাবে চিত্রিত করেছেন মাওলানা ইমদাদুল হক। একজন দরদি ও প্রাজ্ঞ আলেমে দীনের সুন্নাহময় জীবনের সৌরভ পেতে এই বইটির কাছে আসতেই হবে। আমি বিশেষ করে তরুণদেরকে বইটি পড়ার অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামীন লেখকের এই পরিশ্রমকে কবুল করুন। আমাদেরকে ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ.)-এর মতো যোগ্য, মুখলিস, দরদি, দূরদৃষ্টিসম্পন্ন মানুষ হওয়ার তাওফীক দান করুন। শায়খ আহমাদুল্লাহ চেয়ারম্যান আস-সুন্নাহ ফাউন্ডেশন
শায়খ ইমদাদুল হক (আলিম, উস্তায, ইমাম, খতীব ও লেখক) তিনি জন্মেছেন আপন মাতুলালয় চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর গ্রামে— ১৯৮২ সালের ২৫ ডিসেম্বর শনিবার ভোর-সকালে। আলমডাঙ্গা উপজেলার নওলামারি গ্রামে তার পৈতৃক নিবাস। ২০০৪ সালে জামিআ আরাবিয়া ইমদাদুল উলূম, ফরিদাবাদ, ঢাকা থেকে দাওরা হাদীস শেষ করে কিছুদিন ইফতা পড়েছেন। বর্তমানে তিনি আলমডাঙ্গা শহরে শিক্ষকতা, ইমামত ও খেতাবতের দায়িত্ব পালন করছেন। উলূমে শারয়িয়্যাহর মতো ঢাকা-কেন্দ্রিক বাংলা সাহিত্যেরও একনিষ্ঠ পাঠক তিনি। সাহিত্য পাঠের পাশাপাশি একসময় প্রচুর ছড়া, কবিতা, ছোটগল্প ও বিভিন্ন বিষয়ে গবেষণাধর্মী প্রবন্ধ লিখেছেন এবং বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রপত্রিকায় তা প্রকাশিত হয়েছে। রচনা, সম্পাদনা, অনুবাদ ও সংকলন মিলে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৩টি। ১. তার রচিত গ্রন্থ সমূহ: কুরআন স্পর্শ করতে কি ওযু আবশ্যক নয় (উমেদ প্রকাশ ২০২১), সালাত : আল্লাহর সাথে বান্দার মুনাজাত (উমেদ প্রকাশ ২০২১), সন্তানের অধিকার (সন্দীপন প্রকাশন লিমিটেড ২০২২); ২. অনূদিত গ্রন্থ: কিয়ামুল লাইল ও তারাবীহ সালাতের রাকআত সংখ্যা : একটি হাদীসতাত্ত্বিক পর্যালোচনা (আস-সুন্নাহ পাবলিকেশন্স ২০১৯); ৩. সংকলিত গ্রন্থ: ছোটদের শতআয়াত শতহাদীস (আবর্তন ২০১৯); ৪. সম্পাদিত গ্রন্থ সমূহ: হজ্জের আধ্যাত্মিক শিক্ষা (আস-সুন্নাহ পাবলিকেশন্স ২০১৭), জিজ্ঞাসা ও জবাব ১-৫ খণ্ড (আস-সুন্নাহ পাবলিকেশন্স ২০১৭-২০২০), ফিকহুস সুনানি ওয়াল আসার ১-৩ খণ্ড (আস-সুন্নাহ পাবলিকেশন্স ২০১৯), ইযহারুল হক ১-৩ খণ্ড (আস-সুন্নাহ পাবলিকেশন্স ২০২০), দৈনন্দিন মাসনূন দুআ ও যিকর (আস-সুন্নাহ পাবলিকেশন্স ২০২০), যুগের মহান দাঈ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (আস-সুন্নাহ পাবলিকেশন্স ২০২০), প্র্যাকটিসিং মুসলিম (মুভমেন্ট পাবলিকেশন্স ২০২১), মিম্বারের আহ্বান-১: সমাজ সংস্কারের দিক নির্দেশনা (আস-সুন্নাহ পাবলিকেশন্স ২০২২)।