* সম্পত্তি বণ্টন বিদ্যা কঠিন বলে ভাবছেন? * নিজের সম্পত্তি নিজেই ভাগ-বণ্টন করতে ইচ্ছুক? * সর্বশেষ, সর্বাধুনিক গবেষণা ও পদ্ধতি সম্পর্কে জানতে আগ্রহী? * কষ্ট-ক্লেশ ব্যতীত চার্ট দেখে কে মারা গেলে, কে কত অংশ পাবে, কে কে বঞ্চিত হবে এক নজরেই বলে দিতে চান? * সম্পত্তি সংক্রান্ত খুঁটিনাটি জানতে এবং সংশয় দূর করতে চান? শিক্ষক ও শিক্ষার্থীদের অসুবিধের প্রতি বিবেচনা করে প্রয়োজন অনুভূত হল, এমন একখানা পুস্তক প্রণয়ন করা উচিত, যাতে অনুশীলনীর আধিক্যের সঙ্গে সঙ্গে বাস্তব সমস্যারও যেন সমাধান হয়ে যায় এবং শিক্ষার্থীগণ যেন দ্বন্দ্বের সম্মুখীন না হয়েই চার্ট দেখে, প্রত্যেক ওয়ারিসের অংশ বের করতে পারেন। কোন্ ওয়ারিসের বর্তমানে, অন্য কোন্ ওয়ারিস বঞ্চিত হবে, তা-ও যেন বলে দিতে পারেন। এই পুস্তকখানায় ‘যুবিল ফুরুয', (প্রথমসারীর নির্ধারিত অংশপ্রাপ্ত ওয়ারিসগণ), ‘আসাবা (২য় শ্রেণীর অনির্ধারিত বা সাকুল্য বকেয়া অংশের হক্বদার ওয়ারিসগণ) ও ‘যুবিল আরহাম (৩য় শ্রেণীর আত্মীয়গণ) সংক্রান্ত ১২৫টি প্রশ্নের/সমস্যার সমাধান দেওয়া হয়েছে। এগুলো অনুশীলন ও হৃদয়ঙ্গম করার পর এমনিতেই ছাত্র-শিক্ষার্থীদের এতদসংক্রান্ত যে কোন সমস্যার সমাধান দেওয়ার যোগ্যতা অর্জিত হয়ে যাবে। অধম নিজে (লেখক) অনেক অজানা ব্যক্তিকে এই পুস্তকে সংকলিত পদ্ধতিতে অনুশীলন করিয়ে দেখেছি; তাঁদের যথেষ্ট উপকার হয়েছে। তাঁরা এই পদ্ধতিকে সবচেয়ে বেশী সহজ ও সহায়ক বলেছেন। এ বাস্তব অভিজ্ঞতার পর সাথী-বন্ধুদের অনেকে এটিকে বই আকারে প্রকাশ করার ইচ্ছা ব্যক্ত করেন। তাই এই পুস্তকখানাকে ‘সহজ সম্পত্তি বণ্টবিদ্যা’ নাম দিয়ে সম্পত্তি ও সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিবর্গের উপকারার্থে ছাপিয়ে প্রকাশ করা হচ্ছে। পাঠক ও উপকৃত ভাইদের খিদমতে, পুস্তকখানি আল্লাহপাকের কাছে কবূল হওয়ার এবং মুক্তির কারণ হওয়ার জন্য, দোয়ার আবেদন রইল।