হে সম্ভ্রান্ত নারী! তুমি সতর্ক হও! প্রতিটি যুগে ইসলাম ধর্মের সভ্যতা এবং সংস্কৃতি সবচেয়ে সুন্দর, সেরা এবং মার্জিত। আর যে এ বিষয়ে সন্দেহ পোষণ করে, সে যেন ইতিহাস অধ্যয়ন করে। তবেই সে জানতে পারবে যে, কী ঘটেছিল। আরও জানতে পারবে যে, বাগদাদ, মিশর, সিরিয়া, আন্দালুস ইত্যাদি অন্যান্য ইসলামি শহরগুলোর সভ্যতা এবং অগ্রগতি কেমন ছিল। হায় আফসোস! আমাদের সন্তানরা যদি এগুলো জেনে প্রতারিত না হতো। সভ্যতা, অগ্রগতি, পবিত্রতা-পরিচ্ছন্নতার ব্যাপারেই তো ইসলাম আদেশ করে, উৎসাহ দেয় এবং এগুলোর প্রতিই উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে। প্রিয় মা ও বোন! সতর্ক হও! হে সম্ভ্রান্ত নারী! সতর্ক হও! হে সম্ভ্রান্ত নারী! হে সম্মানিত মেয়ে!! আমাদের মতো সাধারণ মানুষের স্বাধীনতার কথা যেন তোমাকে বিভ্রান্ত না করে, তোমাকে যেন বিভ্রান্ত না করে আবদ্ধতা থেকে বের হয়ে আসার উদ্বুদ্ধতা। তারা তো তোমাকে চলমান অজ্ঞতার বশ্যতা স্বীকার করতে বলে, তারা তোমাকে মনের প্রবৃত্তির অনুগামী করে তোলে। ধীরে ধীরে তোমাকে ধ্বংস হওয়ার পথে নিয়ে যাবে এবং তুমি ক্ষুদ্রাতিক্ষুদ্র গুনাহের জালে আবদ্ধ হয়ে পড়বে। অতএব, হে নারী সতর্ক হও! তুমি সতর্ক থাকো। হে সম্ভ্রান্ত নারী! মাছ ততক্ষণ পর্যন্ত জালে আটকায় না, যতক্ষণ না সে জালের সূক্ষ্ম বুনন সম্পর্কে অন্ধ হয়ে না পড়ে। অর্থাৎ মাছ তখনই জালে আটকা পড়ে, যখন জালের বুনন সম্পর্কে সে অজ্ঞ হয়ে পড়ে। আর শিকারিও তার চূড়ান্ত ফাঁদ পেতেই শান্তি অনুভব করে। অতএব তুমি এমন হয়ে যাও, যেমনটা তোমার জন্য আল্লাহ তাআলা ও তাঁর রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। তুমি হয়ে যাও অভিজাত সম্ভ্রান্ত নারী ও সুরক্ষিত মুক্তোদানা। তোমার পূর্ণাঙ্গ বিশ্বাস ও ইবাদত, বিধি-বিধান ও আখলাক এমনকি সকল আমল হোক ইসলামি বিধি মোতাবেক। কারণ, এতেই রয়েছে তোমার মর্যাদা ও গৌরব এবং দুনিয়া-আখেরাতের সৌভাগ্যের সোপান।