ইশতিয়াক আলমের পেশাগত জীবন বৈচিত্র্যময়। ফলিত পদার্থবিজ্ঞানে এমএসসি করে কলেজের অধ্যাপনা দিয়ে শুরু । মাঝখানে টিউশনি এবং ফুটপাতে দোকানদারি ।। বিসিএস ক্যাডারে সরকারি চাকরি করেছেন দীর্ঘদিন । স্বেচ্ছাবসর নিয়ে শুরু করেন এডুকেশন কাউন্সিলিং। পৃথিবীর অনেক নামি-দামি কলেজ-বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে বিদেশে পড়তেচ্ছু ছাত্র রিক্রুট এবং ভিসা। সহায়তা দিয়েছেন। তার পায়ের তলায় শর্ষে, জাত পর্যটকের মতাে ঘুরেছেন বহু দেশ । বালি থেকে ব্রিটেন, বিধিনিষেধের বেড়া ডিঙিয়ে ঘুরেছেন কাশ্মীর, ত্রিপুরা, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, সিকিম, ভুটান, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, আয়ারল্যান্ড, আইল অব ম্যান, জর্জিয়া ও সুইজারল্যান্ড ভ্রমণ এবং বিচিত্র অভিজ্ঞতা তার সাহিত্যজীবনকে বিশেষত্ব দান করেছে। গল্প, উপন্যাস, কল্পবিজ্ঞান, জীবনী, ভ্রমণকাহিনি- সব শাখাতেই তার সমান বিচরণ। প্রকাশিত গ্রন্থসংখ্যা ১৬+। মুক্তিযুদ্ধভিত্তিক কিশাের উপন্যাস 'মায়ের কাছে ফেরার জন্য ১৯৯৭ সালে অগ্রণী ব্যাংক শিশু-সাহিত্য পুরস্কার পান। জন্ম ২ এপ্রিল ১৯৪৬ সালে কুষ্টিয়া জেলায় । ইশতিয়াক আলম । দেশের প্রথম শ্রেণির পত্র-পত্রিকায় লিখে থাকেন, তবে খুবই অনিয়মিত। লেখকের অন্যান্য গ্রন্থ: উপন্যাস/গল্পগ্রন্থ/ভ্রমণকাহিনি: হিরন্ময় বিষাদ ॥ একজন ডােরিন চৌধুরী ॥ বাঘবন্দী ॥ ডাল থেকে সন্ধ্যা ॥ অজন্তা উর্বশী কোনারক কিন্নরী ॥ মেঘপাহাড়ের দেশে। কিশাের উপন্যাস/গল্প/জীবনী/কল্পবিজ্ঞান/ভ্রমণকাহিনি: মায়ের কাছে ফেরা ॥ দুই মুক্তিযােদ্ধা ॥ যুদ্ধদিনের কষ্টগুলাে ॥ মুক্তিযুদ্ধের কিশাের সমগ্র ॥ শফি কাকা শফি মামা ॥ সাংঘাতিক কাণ্ড ॥ অন্যগ্রহের মানুষ ॥ রহস্যময় রূপপুর যাত্রা ॥ বন্ধুর জন্য বহুদূর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিশাের জীবনী ॥ মেঘপাহাড়ের কোলে ॥ শান্তিনিকেতন হয়ে কাশ্মীর ॥ সত্যি ভূতের গল্প ।