বাংলা ভাষাবিজ্ঞান চর্চার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে অনুসন্ধান ও প্রাপ্ত তথ্যের সার্বিক পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে বর্তমান গ্রন্থে। মূলত বাংলা ভাষাবিজ্ঞান চর্চার কালানুক্রমিক বিকাশের পরিচয় দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও খ্যাতিমান প্রতিষ্ঠান থেকে প্রকাশিত গ্রন্থ ও পত্রিকাগুলোর অধিকাংশ প্রবন্ধ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। বর্তমান গ্রন্থে মানোএল দা আস্সুম্পসাঁও, মুহম্মদ শহীদুল্লাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, মুহম্মদ আবদুল হাই, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, সুকুমার সেন, সুনীতিকুমার চট্টোপাধ্যায়সহ মোট ১০৭ জন ভাষাবিজ্ঞানী ও গবেষকের বাংলা ভাষাবিজ্ঞান তথা ভাষাতত্ত্বের নানা দিক নিয়ে রচিত ৪১৫টি প্রবন্ধ ও গ্রন্থের পর্যালোচনা করা হয়েছে।এই গ্রন্থের প্রত্যেক অধ্যায়ের শুরুতে একই শাখার একাধিক প্রবন্ধ ও গ্রন্থের আলোচনা প্রকাশের কালক্রমে সাজানো হয়েছে। বর্তমান গ্রন্থটির শেষ অংশে বাংলা ভাষাবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ ও গ্রন্থের তালিকা সংযুক্ত করা হয়েছে, যা ভাষাবিজ্ঞানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের জ্ঞানচর্চায় সহায়ক ভূমিকা পালন করবে। অনুরূপভাবে এই গ্রন্থটি পঠন-পাঠনে ভাষাবিজ্ঞানের নবীন গবেষকদের জন্য নতুন নতুন গবেষণার দ্বার উন্মোচিত হবে।