'দি এক্সেপশনাল লিডার' বইটি নেতৃত্বের এক অনন্য সংযোজন। একজন নেতাকে গড়পড়তা ভালো নেতা থেকে আলাদা করে অসাধারণ নেতায় রূপান্তরিত করার সকল উপায় বইটিতে বর্ণনা করা হয়েছে। যারা কোম্পানিতে গতিশীল পরিবর্তন, শক্তিশালী পেশাদার টিম, সহানুভূতি, উদ্ভাবন এবং সাহস বজায় রাখতে চান, তাদেরকে উদ্দেশ্য করেই বইটি লেখা হয়েছে। একজন লিডার কীভাবে কথা বলেন, কীভাবে সিদ্ধান্ত নেন, কীভাবে সক্রিয় থাকেন কোম্পানিতে এবং মানিয়ে নেন সকল জটিল পরিস্থিতির সাথে- সেসব বিষয় স্পষ্টভাবে বইয়ে উল্লেখ করেছেন লেখক বব শার্লি। শুধু তাই নয়, কোম্পানির পেশাদার টিমকে শক্তিশালী করে তোলার সকল উপাদান বইটিতে বর্ণনা করেছেন তিনি। ফলে কোম্পানি পরিচালনায় সার্বিক নেতৃত্ব সফলতার সাথেই দেওয়া সম্ভব বইটিতে বর্ণিত জ্ঞানের প্রতিফলন বাস্তব জীবনে ঘটানোর মাধ্যমে। একটি কোম্পানির বিভিন্ন টিমের প্রায় প্রতিটি মানুষের মাঝেই একজন লিডার বসত করে। কেবল এক্সেপশনাল লিডারের পক্ষেই সম্ভব টিমের সবাইকে দক্ষ করে তুলে নতুন আরো নেতৃত্ব সৃষ্টি করা। তো আপনি যদি হতে চান একজন এক্সেপশনাল লিডার এবং এগিয়ে নিতে চান কোম্পানিকে, তাহলে বইটি আপনার জন্যই। এক্ষুনি সংগ্রহ করুন। হয়ে উঠুন নেক্সট এক্সেপশনাল লিডার!