নীতিহীন মানুষগুলো যখন অন্যকে ধান্দাবাজ বলে, অপছন্দের মানুষদের গায়ে চুপিচুপি দুর্নীতির মোহর লাগিয়ে দেয়, তখন খুব অসহায় লাগে । খুব কাছ থেকে, এ সব দেখে চেনা মানুষগুলোকেও অচেনা মনে হয় । নির্দোষ বন্ধুরা যখন এদের দীনতার শিকার হয়ে ছটফট করে যন্ত্রণায়, তখন খারাপ লাগে খুব । – তা ঠিক । বিভিন্ন ধরনের রাজনীতিই এখন নিয়ন্ত্রণ করছে আমাদের জীবন। নীতিহীন নীতিবাগীশদের রমরমা চারপাশে। সারাক্ষণ সাবধানে থাকতে না শিখলেই বিপদ । – তুমি এদের এড়িয়ে দূরে থাকলেও বিপদ । তখন অন্য তকমা লাগিয়ে দিয়ে অতিষ্ঠ করে তুলবে । ভাগ্যিস পরীক্ষাটা হয়ে গিয়েছে ভালোয় ভালোয় । শান্তি । জয়িতা এতক্ষণ চুপ করে সব শুনছিল । রুমির মুখের দিকে তাকিয়ে বলল- বাপ রে, কত বড় হয়ে গেছিস রে তুই । হ্যাঁ রে, তোর সব বন্ধুরা কেমন আছে? বীথি, শ্যামা, দীপক, নিলয়, ওরা তো আর আসে না তেমন- – ভালো আছে সবাই । দীপক, পড়াশোনায় খুব ভালো, প্রফেসররা ওকে পছন্দ করে, তাই ওকে ঘিরে অদৃশ্য এক রাজনীতি । সে সব সামলাতে সামলাতে বেচারা নাজেহাল । তবে বীথি, শ্যামা দুজনেই তোমার কথা খুব বলে । আর নিলয় তো বিদেশ যাওয়ার জন্য তৈরি করছে নিজেকে ।